
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দারিদ্র্য এবং একা থাকার ভয়ে ৮১ বছর বয়সী একজন জাপানি বৃদ্ধা ইচ্ছাকৃতভাবে চুরি করার অপরাধ করেছেন। এর ফলে তাঁকে হাজতবাস করতে হচ্ছে। জাপানের তোচিগি মহিলা কারাগারে রয়েছেন ৮১ বছরের বন্দি আকিয়ো। এটি তাঁর দ্বিতীয় হাজতবাস। চুরির দায়ে দ্বিতীয় দফায় সাজা ভোগ করা আকিয়োর গল্পটি জাপানে বয়স্কদের যে সঙ্কটের মুখে পড়তে হয় সেই সমস্যার উপর আলোকপাত করেছে।
ষাটের দশকে প্রথমবার খাবার চুরির অভিযোগে হাজতবাস হয়েছিল আকিয়োর। কয়েক বছর পর ছাড়া পান। সামান্য পেনশনের উপর জীবনযাপন এবং পারিবারিক সহায়তার অভাবে আবার চুরির আশ্রয় নেযন তিনি। তাঁর কর্মকাণ্ডের বিষয়ে আকিয়ো বলেন, "যদি আমি আর্থিকভাবে স্থিতিশীল থাকতাম এবং আরামদায়ক জীবনযাপন করতাম, তাহলে নিশ্চয়ই এই কাজ করতাম না।"
হাজতবাস হওয়ার আগে নিজের ৪৩ বছর বয়সী ছেলের সঙ্গে থাকতেন তিনি। সন্তান মাঝেমধ্যেই তাঁকে ছেড়ে চলে যাওয়ার কথা বলত। সেই কথা শুনে তাঁর আরও মনে হত, বেঁচে থেকে কোনও লাভ নেই। এর চেয়ে মরে যাওয়া ভাল। ২০২৪ সালে ছাড়া পাওয়ার পর ছেলে কী মনে করবে সেই কথা ভেবে চিন্তায় পড়ে যান আকিয়ো। চোখের জল মুছে তিনি বলেন, ''একা থাকা খুব কঠিন একটা ব্যাপার, আর এই পরিস্থিতিতে পড়ে আমি লজ্জিত।''
আকিয়োই একা নন। ২০২২ সালের সরকারি তথ্য থেকে জানা যায় যে ৮০% এরও বেশি বয়স্ক মহিলা বন্দি চুরির অভিযোগে কারাগারে বন্দি ছিলেন। ২০০৩ সাল থেকে ৬৫ বছর বা তার বেশি বয়সী বন্দির সংখ্যা প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। তোচিগি মহিলা কারাগারের কর্মকর্তা তাকায়োশি শিরানাগার পর্যবেক্ষণ, "অনেক বয়স্ক বন্দির কাছে বাইরে একা মারা যাওয়ার চেয়ে কারাগারের ভিতরে থাকাই শ্রেয়।"
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা