
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জঞ্জাল সংগ্রহের মতো পরিষেবা পেতেও এ বার গাঁটের কড়ি গুণতে হবে গৃহস্থকে? কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য মুম্বাইবাসীদের থেকে কীভাবে টাকা আদায়ের বিষয়টি বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) আইনি পরামর্শ চেয়েছে। প্রতিটি বাড়িতে উৎপন্ন কঠিন বর্জ্য পরিচালনার জন্য প্রতি পরিবার থেকে প্রতি মাসে ১০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত ফি নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। ১৮৮৮ সালের মুম্বই পৌর আইনের অধীনে জনপরিষেবা বাধ্যতামূলক। কীভাবে সেই আইন সংশোধন করা যায় তা নিয়ে কাজ করছে বিএমসি।
বিএমসি-র এক আধিকারিক জানিয়েছেন, ডিসেম্বর থেকে এই নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। ২০১৬ সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকায় ফি নেওয়ার পরামর্শ ছিল। ওই আধিকারিক জানান, বিএমসি সেই নির্দেশিকা অনুসরণ করেই মুম্বই পৌর আইনে সংশোধন আনার চেষ্টা করছে।
অন্য এক আধিকারিক বলেন, "ফি আদায়ের বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমরা আইনি পরামর্শ নিচ্ছি। ১৮৮৮ সালের এমএমসি আইন অনুসারে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা একটি বাধ্যতামূলক কর্তব্য। তাই এই ধরনের কোনও শুল্ক আদায়ের আগে, বিএমসিকে আইনটি সংশোধন করতে হবে।" তিনি আরও জানান, সর্বসম্মতিক্রমে প্রতি পরিবার থেকে ১০০ থেকে ১,০০ টাকা পর্যন্ত ফি আদায় করা হবে। যা বাড়ির আকার অনুসারে নির্ধারিত হবে এবং মাসিক ভিত্তিতে আদায় করা হবে। বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্যও একটি ভিন্ন হার থাকবে, যা আনুমানিক ৫০০ থেকে ৫,৫০০ টাকা হবে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও