
মঙ্গলবার ০৬ মে ২০২৫
বীরেন ভট্টাচার্য, দিল্লি: সিবিআইয়ের ক্ষমতা আরও বৃদ্ধির সুপারিশ করল সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার জমা হওয়া কর্মিবর্গ মন্ত্রকের ১৩৫তম রিপোর্টে বলা হয়েছে, সিবিআইয়ের ক্ষমতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। কারণ, কমিটি উল্লেখ করেছে, রাজ্যগুলি তদন্তের অনুমতি প্রত্যাহার করে নেওয়ায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার ক্ষমতা কমেছে এবং তার মধ্যে অনেক সীমাবদ্ধতা চলে এসেছে।
তবে কমিটি রিপোর্টে আরও উল্লেখ করেছে, রাজ্যগুলির জন্যও বেশ কিছু সুরক্ষা বলয় প্রয়োজন। একইসঙ্গে সিবিআইয়ের কাজও যাতে নিরপেক্ষ হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। কারণ, সংসদীয় কমিটি উল্লেখ করেছে, যাতে রাজ্যগুলির প্রতিও পক্ষপাতদুষ্ট আচরণ না করা হয়। আইন অনুযায়ী, বিশেষ ধরণের অপরাধ, নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে তদন্ত করতে গেলে রাজ্যের থেকে সিবিআইকে অনুমতি নিতে হয়। এখনও পর্যন্ত ৯টি রাজ্য তাদের সম্মতি প্রত্যাহার করে নিয়েছে। তবে তার বাইরের কোনও ঘটনার তদন্ত করতে হলে, প্রতিটি ঘটনার তদন্তে আলাদা করে অনুমতি নিতে হয় সিবিআইকে। সংসদীয় কমিটি রিপোর্টে উল্লেখ করেছে, ‘এখনও পর্যন্ত বিভিন্ন ঘটনার তদন্তের জন্য দেওয়া সম্মতি প্রত্যাহার করে নিয়েছে ৯টি রাজ্য। এর ফলে সিবিআইয়ের ক্ষমতায় অনেক সীমাবদ্ধতা তৈরি হয়েছে। যার ফলে এই কেন্দ্রীয় তদন্ত সংস্থার নিরপেক্ষ এবং নির্দিষ্ট লক্ষ্যে তদন্তে সমস্যা তৈরি হচ্ছে। এর ফলে রাজ্যগুলিতে দুর্নীতি এবং সংগঠিত অপরাধ বৃদ্ধি পাবে।’ সংসদীয় কমিটির রিপোর্টে বলা হয়েছে, যে ঘটনাগুলি দেশের নিরাপত্তা, অখণ্ডতার পক্ষে বিপজ্জনক এবং যে ঘটনাগুলিতে সিবিআই তদন্তের বিলম্বিত হলে দেশের মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে, শুধুমাত্র সেই ক্ষেত্রগুলি থেকেই রাজ্যের সম্মতি সম্পর্কিত আইন প্রত্যাহার করা যেতে পারে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও