রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সরস্বতী পুজোতেও থিমের ছোঁয়া, মুর্শিদাবাদে তৈরি হল অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ

Pallabi Ghosh | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ২৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: থিম পুজোর ছোঁয়া এবার সরস্বতী পুজোতেও। ৩৩তম বর্ষে এবছর মুর্শিদাবাদের কান্দির জজান সবুজ সংঘ ক্লাবের পুজোর থিম অক্ষরধাম মন্দির। গত কয়েক মাস ধরে নাদিয়ার শান্তিপুর থেকে আগত মণ্ডপ শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে মুর্শিদাবাদ জেলাতে তুলে এনেছেন গুজরাটের গান্ধীনগরের এক টুকরো অক্ষরধাম মন্দির। 

বাঁশ, শোলা, ফোম, থার্মোকল সহ আরও নানা উপকরণ দিয়ে তৈরি সবুজ সংঘ ক্লাবের মণ্ডপ এবছর জেলাবাসীর কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। ক্লাবের অন্যতম সদস্য কাশিনাথ ব্যানার্জি বলেন, 'প্রতিবছরই আমাদের পুজো মণ্ডপের ভাবনায় কিছু নিজস্বতা থাকে। এবছর আমরা গুজরাটের গান্ধীনগরে অবস্থিত অক্ষরধাম মন্দিরের একটি অংশ আমাদের পুজো মণ্ডপের থিম হিসেবে তুলে ধরেছি।' 

তিনি বলেন, 'নদিয়ার শিল্পীরা গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে ৮০ ফুট চওড়া ৬০ ফুট উঁচু এই মণ্ডপ তৈরি করেছেন। তাঁদের হাতের ছোঁয়ায় বাঁশ, কাঠ, ফোম দিয়ে তৈরি মণ্ডপ মন্দিরের আদল নিয়েছে।' 

ক্লাবের সদস্যরা বলেন, মুর্শিদাবাদ থেকে গুজরাট অনেকটাই দূর। জেলার গরিব মানুষদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করে নয়নাভিরাম ওই মন্দির দেখতে যাওয়া সম্ভব নয়। সেই কারণেই সরস্বতী পুজোর থিম হিসেবে অক্ষরধাম মন্দিরের একটি অংশ তুলে ধরা হয়েছে। মন্দিরের প্রত্যেকটি সুক্ষ কারুকার্য এবং তার দেওয়ালে খোদিত দেবদেবীর মূর্তিগুলো শিল্পীদের হাতের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে। 

জজান সবুজ সংঘ ক্লাবের অন্যতম সদস্য অমিত রায় বলেন, 'মণ্ডপের পাশাপাশি আমাদের সরস্বতী প্রতিমা এবং আলোকসজ্জাও এ বছরের অন্যতম আকর্ষণ।  সরস্বতী পুজো উপলক্ষ্যে পাঁচ দিন ধরে আমাদের ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও একটি বিশাল মেলা বসবে গোটা এলাকা জুড়ে। আমরা আশাবাদী আগামী কয়েকদিন আমাদের ক্লাবের এই পুজো দেখার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ মানুষ ছুটে আসবেন।'


murshidabadsaraswatipuja

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া