
মঙ্গলবার ০৬ মে ২০২৫
অতীশ সেন, ডুয়ার্স: বানারহাট সফরের দ্বিতীয় দিনেও মানুষের মন জয় করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার জনসভা থেকে পর পর ঘোষণা এবং তাতে জনগণের উচ্ছ্বাস প্রকাশ প্রমাণ করল–সবাই খুশি। বানারহাট তরুণ সংঘ ময়দানের মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপকদের হাতে পরিষেবা পৌঁছে দেওয়ার পরই তিনি বানারহাটে দমকল কেন্দ্র, বানারহাট হাসপাতালের আপগ্রেডেশন এর মাধ্যমে সেটিকে ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করা, হাতিনালার ড্রেজিং এবং যে মন্দিরে তিনি রবিবার পুজো দিয়েছিলেন সেখানে গেস্ট হাউস নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দ করলেন। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী জানালেন, উত্তরবঙ্গের বন্ধ ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার৷ ধূপগুড়ি সাবডিভিশন তৈরির জন্য রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন হয়ে গিয়েছে তাও মনে করিয়ে দিলেন। তিনি জানান, নতুন মহকুমা তৈরি হলে সেখানে মহকুমা আদালত গড়ে তুলতে হয়, এই বিষয়ে আদালতের থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলেই তা তৈরির কাজ শুরু করে দেওয়া হবে। পাশাপাশি গোটা জেলার জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মমতা ব্যানার্জি।
বর্তমানে আলিপুরদুয়ার জেলার দলমোড়, রামঝোড়া, লঙ্কাপাড়া, রায়মাটাং ও কালচিনি এই পাঁচটি চা বাগান বন্ধ রয়েছে। শ্রমিকেরা ৮ ঘন্টা কাজ করতে না চাওয়ায় তৈরি হওয়া টানাপোড়েনের জেরে বানারহাটের রিয়াবাড়ি চা বাগানও বন্ধ। এই ছ’টি চা বাগান অধিগ্রহণ করার কথাই মুখ্যমন্ত্রী বললেন কি না তা অবশ্য জানা যায়নি। বন্ধ বাগানের শ্রমিকদের দেড় হাজার টাকা করে ভাতা প্রদানের কথাও মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান যে সমস্ত চা শ্রমিকদের চা সুন্দরীর ঘর দেওয়া সম্ভব নয়, তাদের জমির পাট্টা দেওয়া হবে। এছাড়া সব চা বাগানে পড়ে থাকা উদ্বৃত্ত জমি সরকার অধিগ্রহণ করে তা চা শ্রমিকদের মধ্যে বন্টন করে দেবে। শ্রমিকদের ঘর বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করেও দেওয়া হবে, তারা নিজেদের মতো ঘর বানিয়ে নেবে। তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে রাজ্যে আবারও দুয়ারে সরকার শিবির চালু হচ্ছে। এখনও যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ওঠেনি, যারা জাতিগত শংসাপত্র পাননি, যাদের বিভিন্ন সরকারি কাজ বাকি তাঁদের এই শিবিরের সুবিধা নেওয়ার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে আগামী ১৮ ডিসেম্বর তিনি দিল্লি যাচ্ছেন। টানা তিনদিন তিনি রাজধানীতেই থাকবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আবেদনও জানিয়েছেন। অষ্টম শ্রেণিতে উঠলেই ছাত্ররা সাইকেল পাচ্ছে, দ্বাদশ শ্রেণিতে মোবাইল, মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, মহিলাদের ৬০ বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, তার পর বার্ধক্যভাতা। এদিন এই সভামঞ্চ থেকে ২৬ হাজার মানুষকে বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া হয়। ৬ হাজারের অধিক চা শ্রমিককে জমির পাট্টা প্রদান করা হচ্ছে। এরই সঙ্গে তিনি বলেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কলোনিতে বসবাস করেন তেমন বাসিন্দাদের উদ্বাস্তু পাট্টাও দেওয়া হচ্ছে। এদিন ১৬৯৯টি এমন পাট্টা দেওয়া হয়। সভা শেষে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও