
সোমবার ০৫ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: গত বুধবার বেপরোয়া গতির বলি হন পথচারী এক বৃদ্ধ। ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে চন্দননগর থানা। আটক করা হয়েছে ঘাতক গাড়িটিকে। ঘটনার দিন, অর্থাৎ বুধবার ভোরে চন্দননগর তেমাথা এলাকায় পঁচাত্তর বছরের বৃদ্ধ সাইকেল আরোহী মধুসূদন বঙ্গকে পিষে দেয় একটি বেপরোয়া গাড়ি। ধাক্কা মারার পর তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায় ওই চারচাকা গাড়ি। সেইসময় গাড়িতে সওয়ার ছিলেন চালক-সহ মোট পাঁচজন।
জানা গিয়েছে, সকালে ট্রেন ধরতে সাইকেল চালিয়ে মানকুন্ডু স্টেশনে যাচ্ছিলেন বৃদ্ধ। তখন বেপরোয়া গতির একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়ি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। ছিটকে রাস্তায় পড়ে যান বৃদ্ধ। তাঁকে পিষে দিয়ে বেশ কিছুটা টেনেহিঁচড়ে নিয়ে যায়। তারপর দ্রুত গতিতে গাড়িটি ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গোটা ঘটনার ছবি ধরা পড়ে একাধিক সিসিটিভি ক্যামেরায়।
বৃদ্ধের স্ত্রী নমিতা বঙ্গ চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গাড়ির মালিক সনু রুই দাস(৩০), গাড়ি চালক সুভাষ চন্দ্র ঘোষ(৩৮চম্পক), সুরজিৎ দাস(২২), বিশ্বজিৎ দাস(২৬) গৌতম কুর্মি(৩১), পাঁচজনকে গ্রেপ্তার করে চন্দননগর থানার পুলিশ। ধৃতদের এদিন চন্দননগর আদালতে পেশ করা হয়।
ধৃতদের বিরুদ্ধে ২৮১,১০৫,৩২৪(৪) বিএনএস ধারায় মামলা রুজু করে পুলিশ। এই প্রসঙ্গে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, ‘বেপরোয়া গাড়ি চালিয়ে এক বৃদ্ধকে পিষে মারে একটি প্রাইভেট গাড়ি। তদন্তে নেমে প্রাথমিক ভাবে জানা যায় অভিযুক্তদের বাড়ি চন্দননগরে। তাদের বাড়িতে কোনও অনুষ্ঠান ছিল। পাঁচজনই মদ্যপ অবস্থায় ছিল। ভোর বেলায় তারা গাড়ি নিয়ে বেরোয়। গাড়ির চালককে পাশে বসিয়ে রেখে গাড়ি চালানো শিখছিল। সিসিটিভির ফুটেজ পাওয়া গিয়েছে ইতিমধ্যে। যে গাড়ি চালাচ্ছিল তার লাইসেন্স ছিল না। বিএনএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।‘
ছবি পার্থ রাহা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী