
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহান্তে ফের একাধিক ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে আগামী ১ ফেব্রুয়ারি শনিবার রাত থেকে ৩ ফেব্রুয়ারি সোমবার ভোর পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখা, শিয়ালদহ–বারুইপুর শাখায় মোট ১০৮টি ট্রেন বাতিল থাকবে। কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিংয়ের কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত থাকবে। এর জেরে সমস্যায় পড়বেন বজবজ ও বারুইপুর শাখার যাত্রীরা। লক্ষীকান্তপুর লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। চক্ররেল পরিষেবাও স্বাভাবিক থাকবে।
রেল জানিয়েছে, সপ্তাহান্তে এই ৫২ ঘণ্টায় ১০৮টি ট্রেন বাতিল থাকবে। তার মধ্যে আগামী ১ ফেব্রুয়ারি ৫৯টি ট্রেন বাতিল থাকবে। রবিবার ২ ফেব্রুয়ারি ৪৯টি ট্রেন বাতিল থাকবে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে পরিষেবা স্বাভাবিক হবে। রবিবার রয়েছে সরস্বতী পুজো। চলছে বইমেলা। এই পরিস্থিতিতে ট্রেন বাতিলের সিদ্ধান্তে বিরক্ত যাত্রীরা।
প্রসঙ্গত, শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রায় ৩৩০ টির বেশি ট্রেন চলে। যার মধ্যে ১০৮টি ট্রেন বাতিল থাকবে। রেল অবশ্য জানিয়েছে, কিছু স্পেশাল ট্রেন চালানো হবে বারাসত থেকে দমদম অবধি।। শিয়ালদহ থেকে নৈহাটি, শিয়ালদহ–রানাঘাট, বজবজ থেকে নিউ আলিপুর লাইনে স্পেশাল ট্রেন চালিয়ে অতিরিক্ত ভিড় সামলানোর চেষ্টা হবে বলে জানিয়েছে পূর্ব রেল।
এটা ঘটনা সম্প্রতি রেলের কাজের জন্য ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল ডানকুনি লাইনে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের বাতিল থাকছে একাধিক ট্রেন।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও