
মঙ্গলবার ০৬ মে ২০২৫
রিয়া পাত্র: ৪৮তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা শুরু হয়ে গিয়েছে। বলা হয়, এই বইমেলা যেন বাঙালির তেরো মাসের চতুর্দশ পার্বণ। সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে ২৮ জানুয়ারি থেকে চলছে বইমেলা। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। হাজার স্টলের বইমেলা প্রাঙ্গণে হামেশাই শোনা যায়, রানাঘাটের ওমুক এক নামী প্রকাশন সংস্থার সামনে দাঁড়িয়ে বরানগরের তমুক ব্যক্তিকে প্রাণপণে বোঝাবার চেষ্টা করছেন, তিনি ঠিক কোথায় দাঁড়িয়ে। অনেকে বইমেলায় হারিয়ে গিয়েছেন, খুঁজে পাচ্ছেন না বন্ধু, সঙ্গীকে। কেউ আবার একঘণ্টা পরে আট নম্বর গেট থেকে ঘুরে আট-এই গিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু উপায় আছে, সেটা জানলেই হারিয়ে যাবেন না বইমেলায়।
উপায় জানাল গিল্ড। কী সেই উপায়?
ধরুন কেউ প্রথমবার বইমেলায় আসছেন এবছর। কোথায় কোন প্রকাশন, কোথায় কোন স্টল রয়েছে তিনি যদি জানতে চান, তাহলে এবারে তাঁদের জন্য রয়েছে অ্যাপ। বইমেলার পুরো ম্যাপ দেওয়া রয়েছে একটা অ্যাপের মাধ্যমে। সেই অ্যাপ ডাউনলোড করে, জিপিএস অন করলেই অনেক সহজ হয়ে যাবে বইমেলায় ঘোরা। ধরুন কেউ চারটে স্টলেই যেতে চান এবং বই সংগ্রহ করতে চান। সেক্ষেত্রে তিনি একেবারে অ্যাপ দেখলেই বুঝতে পারবেন গোটা মেলা প্রাঙ্গণ হন্যে হয়ে না খুঁজে কোন স্টল থেকে সহজেই যাবেন অন্য স্টলে। বইমেলার অ্যাপ বানানো হয়েছে সেভাবেই।
অ্যাপ বা ম্যাপ দেখে কেউ যদি বুঝতে না পারেন? তাহলেও রয়েছে উপায়। কী সেই উপায়? বইমেলা প্রাঙ্গণে রয়েছেন বহু ভলেন্টিয়ার। বইমেলায় এক একটা এলাকায় রয়েছে রয়েছে এক একটি কাউন্টার। যেখানে গিয়ে জিজ্ঞাসা করলে ভলান্টিয়াররা বলে দেবেন কোন পথ দিয়ে সহজেই পৌঁছে যাবেন গন্তব্যে।