
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি পরিষেবা গরিব মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে সরকার চালু করেছেন। মুখ্যমন্ত্রীর স্বপ্নের সেই প্রকল্পে বাধা হয়ে দাঁড়িয়েছে পঞ্চায়েত। বলা হয়েছে, পঞ্চায়েতের খাজনা পুরোপুরি শোধ না করলে দুয়ারে সরকারের কোনও সুবিধা দেওয়া হবে না। দুয়ারে সরকার শিবিরের পাশে পঞ্চায়েত কর্তৃপক্ষ রীতিমতো টেবিল পেতে খাজনা আদায় করছে। সেখান থেকে শংসাপত্র নিয়ে তবেই ঢুকতে হচ্ছে দুয়ারে সরকার শিবিরে। উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরের ঘটনা। তৃণমূল নেতৃত্ব অবশ্য বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার শিবির চলছে। ওই শিবির থেকে বিধবাভাতা, বার্ধক্যভাতা, লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী–সহ বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের প্রক্রিয়া চলছে। বুধবার বনগাঁর গোপালনগর এক নম্বর পঞ্চায়েতের হরিপদ ইনস্টিটিউশনে দুয়ারে সরকারের শিবির বসেছিল। সেখানে ব্লক অফিসের আধিকারিকরা বিভিন্ন পরিষেবার ফর্ম নিয়ে গিয়েছিলেন। পঞ্চায়েতের পক্ষ থেকে শিবিরে প্রবেশপথে টেবিল পাতা হয়েছিল। সেখান থেকে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হয়, পঞ্চায়েতের সমস্ত খাজনা পরিশোধ না–করলে দুয়ারে সরকারে কোনও কিছুর আবেদন করা যাবে না। খাজনা আদায়ের টেবিল থেকে শংসাপত্র না–নিয়ে গেলে দুয়ারে সরকারের ফর্ম ফিলআপ করা যাবে না।
মনোয়ারা শেখ নামে এক প্রবীণ নাগরিক দুয়ারে সরকার শিবিরে এসেছিলেন। তিনি বলেন, ‘আমার বার্ধক্যভাতার অনুদান চালু হয়নি। আমি দুয়ারের সরকার শিবিরে এসেছিলাম। এখানে আসার পর আমাকে বলা হয়েছে, পঞ্চায়েতের খাজনা শোধ না করলে দুয়ারে সরকার শিবির থেকে কোনও ফর্ম ফিলআপ করা যাবে না।’ নজরুল ইসলাম মোল্লা নামে আরও এক প্রবীণ নাগরিক বার্ধক্যভাতার ফর্ম ফিলআপ করতে এসেছিলেন। তিনিও জানালেন, পঞ্চায়েতের খাজনা শোধ না করলে তাঁকে দুয়ারে সরকার শিবিরে ফর্ম ফিলআপ করতে দেওয়া হবে না বলে বলা হয়েছে।
গোপালনগর এক নম্বর পঞ্চায়েতের প্রধান মুক্তি হালদার বলেন, ‘অনেকে সময়মতো পঞ্চায়েতের খাজনা পরিশোধ করতে পারেননি। তাঁরাই বলেছিলেন। তাই, দুয়ারে সরকার শিবিরের পাশে পঞ্চায়েতের পক্ষ থেকে একটা টেবিল পাতা হয়েছিল। সাধারণ মানুষ নিজেরাই সেখানে খাজনা পরিশোধ করছেন। কাউকে জোর করা হয়নি। আসলে বিরোধীরা দুয়ারে সরকার শিবিরের বিরুদ্ধে অপপ্রচার করছেন।’ বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা দলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘দুয়ারে সরকার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। সাধারণ মানুষ যাতে সহজে সরকারি সুবিধা পান, তার জন্য তিনি দুয়ারে সরকার চালু করেছেন। পঞ্চায়েত সেখানে খাজনার টেবিল বসাতে পারে না। খোঁজ নিয়ে দেখব। অভিযোগ সত্য হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী