
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর পথে বাংলাদেশ। পাকিস্তানি সংবাদমাধ্যম অনুসারে, পাকিস্তানের র খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রদূত মহাম্মদ ইকবাল হুসেন বলেছেন যে- বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হলে ভ্রমণ এবং যোগাযোগ সহজ হবে।
বিমান পরিষেবা শুরুর সময়সূচী প্রকাশ না করা হলেও, হুসেন উল্লেখ করেছেন যে- পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিমান পরিষেবা শুরু হওয়ার ফলে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতেও বিশাল বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। এচাড়াও, তিনি উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের উপরও জোর দেন। জানান যে, এই সম্পর্ক আরও দৃঢ় হবে।
এতদিন বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচি রুটে পণ্যবাহী বিমান চলাচল করত। এবার থেকে সরাসরি যাত্রীবাহী উড়ান পরিষেবার কথা ঘোষণা করা হল। ফলে, ঢাকা আরও ঘনিষ্ঠ হচ্ছে ইসলামাবাদের, দূরত্ব বাড়াচ্ছে নয়াদিল্লির সঙ্গে।
পাকিস্তানে রপ্তানির পথ খোঁজার প্রচেষ্টা হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত পাকিস্তানে, বাংলাদেশি পণ্যের চাহিদার কথাও উল্লেখ করেন। চট্টগ্রাম ও করাচির সঙ্গে সংযুক্ত জাহাজ রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে, যদিও তার পরিমাণ এখনও সীমিত।
রাষ্ট্রদূত বাংলাদেশের আসন্ন নির্বাচনের কথাও উল্লেখ করেন এবং অর্থনৈতিক উন্নয়নের উপর তাঁর দেশের মনোযোগকে একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন করেন। মহাম্মদ ইকবাল হুসেন প্রতিরক্ষা খাতে পাকিস্তানের বিমান বাহিনীর সক্ষমতার স্বীকৃতি দিয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) বাংলাদেশের ঢাকায় চার সদস্যের একটি প্রতিনিধিদল পাঠিয়েছে। আইএসআই-এর একজন শীর্ষ কর্তা, মেজর জেনারেল শহিদ আমির আফসার, সংস্থার অন্যান্য শীর্ষ কর্তাদের সঙ্গে বর্তমানে বাংলাদেশে রয়েছেন। এর আগে, ঢাকার সামরিক প্রতিনিধিদল রাওয়ালপিন্ডি সফর করে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানদের সঙ্গে দেখা করেছে বলে জানা গিয়েছে।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা