
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি-শালিমার লাইনে লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেসের দু'টি বগি। লাইনচ্যুত হয়েছে উলটো দিক থেকে আসা অন্য একটি ট্রেনের একটি বগি। ঘটনার জেরে, রবিবার বেলা থেকে ট্রেন চলাচল বন্ধ শালিমার-সাঁতরাগাছি লাইনে। উদ্ধারকাজে নেমেছে রেল পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মপুকুরের কাছে রেল ইয়ার্ডে ঢোকার সময় লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের দু'টি বগি। যদিও ওই সময়ে ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। সূত্রের খবর, যে এক্সপ্রেস ধাক্কা দেয় তিরুপতি এক্সপ্রেসে, দুর্ঘটনার সময় ওই ট্রেনেও কোনও যাত্রী ছিলেন না।
দুর্ঘটনার পরেই সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায় লেবেল ক্রসিং। তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
রেল সূত্রে জানা গিয়েছে, পদ্মপুকুর দিয়ে রেল ইয়ার্ড হয়ে শালিমারের দিকে যাচ্ছিল সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেসের খালি কোচ। ওই সময় লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের দু'টি বগি এবং পার্সেল কারের একটি বগি। এই দুর্ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি দু’টিকে ফের লাইনে তোলার কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, গতবছর নভেম্বর মাসে নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছিল ডাউন শালিমার সেকন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেসের ৫টি বগি। ওই দুর্ঘটনায় ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যহত হয় হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। তার কয়েক মাসের মধ্যে ফের লাইনচ্যুত ট্রেনের বগি।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪