মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | রাতবিরেতে ধারালো অস্ত্র হাতে ঘুরছে কে? ভয়ে তটস্থ গ্রামবাসীরা, আতঙ্ক কালনার গ্রামে

Pallabi Ghosh | ২৫ জানুয়ারী ২০২৫ ০৪ : ০৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: বাঘের পায়ের ছাপ নয়। এবার জল জল করছে চোখ, মুখে মাস্ক, হাতে রয়েছে ধারালো অস্ত্র। পরনে রয়েছে কখনও সাদা পোশাক, কখনও বা কালো পোশাক। এই অজানা মানুষের আতঙ্কে ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের কালনা স্টেশন লাগোয়া  নিউ মধুবন এলাকার বাসিন্দাদের। অজানা এই ব্যক্তিকে ধরতে রাত পাহারা দিচ্ছেন স্থানীয় যুবকরা।

সন্ধে নামতেই এলাকা শুনসান। শিশুরা ভয়ে ঘর থেকে বেরোচ্ছে না। সন্তানদের রক্ষায় মহিলারা আতঙ্কে সারারাত প্রায় জেগেই থাকছেন। চোখের পাতা এক করতে পারছেন না কেউ। সন্ধে নামতেই এলাকা জনমানবহীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, বেশ কিছু দিন ধরে একটি ব্যক্তিকে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে। মুখে মাস্ক পরে, চাদর দিয়ে ঢাকা সারা শরীর।শুধু চোখ দুটো জ্বলজ্বল করছে। হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে মানুষকে তাড়া করছে। কখনও বা কারও বাড়ির দরজায় ধাক্কা মারছে। আবার কখনও অন্ধকার জায়গা দেখে চুপ করে দাঁড়িয়ে থাকলে। 

কোনও বাচ্চা দেখলে তাড়াও করছে। ফলে বাচ্চারা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। কে এই ব্যাক্তি তা জানতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। তাতেও সাড়া না পেয়ে, কালনার নিউ মধুবন এলাকার যুবকরা সারা রাত জেগে পালা করে এলাকা পাহারা দিচ্ছেন। এলাকার অনেক মানুষ ধরার চেষ্টাও করেছেন। কোনওমতেই ধরা যাচ্ছে না ওই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে পালিয়ে যাচ্ছে। আবার কোনও কোনও বাড়ির আনাচে-কানাচে লুকিয়ে থাকতে দেখা গেছে বলে এলাকাবাসীরা জানান। 

দশ-বারো দিন ধরে এই একই ঘটনা ঘটছে কালনার নিউ মধুবন এলাকাতে। এলাকার বাসিন্দা শম্ভু দত্ত, রাইমা দাসরা বলেন, তাঁরা প্রাণ সংশয়েরও আশঙ্কা করছেন।রীতিমতো ভয়ে একপ্রকার গৃহবন্দি হয়ে পড়ছেন। কেউ কেউ প্রশাসনের হস্তক্ষেপেরও দাবি করেছেন। তবে এখন দেখার এ বিষয়ে প্রশাসন কী ভূমিকা গ্রহণ করে।হাটকালনার গ্রাম পঞ্চায়েতের সদস্য বিশ্বজিৎ মণ্ডল জানিয়েছেন, তাঁরা কালনা থানায় গোটা বিষয়টি জানিয়েছেন।


purbabardhamanwestbengal

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া