
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ও মুম্বইতে বেশ কয়েকটি খুনের মামলায় গত প্রায় ২০ বছর ধরে অভিযুক্ত ছিলেন। গত ৯ জানুয়ারি নিজের সৎভাই-সহ তাঁর স্ত্রী ও তিন মেয়েকে (মোট পাঁটজনকে) খুনের অভিযোগ উঠেছিল। ঘটনার পর থেকে ফেরার ছিল উত্তরপ্রদেশের মিরাটের কুখ্যাত দুষ্কৃতী নইম। পুলিশ তাঁর মাথার দাম দার্য করেছিল ৫০ হাজার টাকা। সেই নইমকেই শনিবার ভোরে এনকাউন্টারে শেষ করে দিল মিরাট পুলিশ। উত্তরপ্রদেশের পুলিশের বড় কর্তাদের মত এমনই।
উত্তরপ্রদেশের পুলিশের ডিজিপি প্রশান্ত কুমার বলেছেন, "১৫ দিন ধরে ধাওয়া করার পর নাঈমকে খুঁজে বের করা হয়ষ। সে মোদিনা কলোনীর সমর গার্ডেনের কাছে পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখনই তাঁকে ধরে ফেলে পুলিশ। গ্রেপ্তারের চেষ্টা চলছিল, তখনই নইম-সহ তাঁর দলের লোকেরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এই গুলির লড়াইতে নইম আহত হন এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।"
মিরাট জোনের এডিজি ধ্রুব কান্ত ঠাকুর গত ৯ জানুয়ারি জানিয়ে ছিলেন, মিরাটের লিসারিগেট পুলিশ স্টেশনের অধীনে সোহেল গার্ডেনে এক কামরার ভাড়া একটি বাড়িতে পাঁচটি ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। প্রমাণ রয়েছে যে, সেই বাড়িতে শেষ এসেছিলেন নইম। ঘটনার পর থেকেই সে নিখোঁজ। তিনি এবং তাঁর দত্তক পুত্র সালমান এই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ৮-৯ জানুয়ারি রাতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। এই পাঁচ নিহত নইমের সৎভাই এবং তাঁর স্ত্রী ও তিন মেয়ে।"
পুলিশ কর্তার দাবি, ২০০৬ সালের ২২ জানুয়ারি মুম্বইয়ে একটি প্লট নিয়ে বিরোধের জেরে আজমগড়ের দুই ব্যবসায়ী শাদাব এবং আসাদকে নইম হত্যা করেছিল বলে অভিযোগ। অপরাধ করার পর সে একই প্লটে দুই ব্যবসায়ীর মৃতদেহ পুঁতে রেখেছিলেন। ২০০০ সালে দিল্লিতে তাঁর আরেক আত্মীয়কে হত্যার অভিযোগ রয়েছে নইম ও তাঁর সহোদর তসলিমের বিরুদ্ধে।
নাম ভাঁড়িয়েও একাধিক জায়গায় থাকত নইম। পুলিসের দাবি, নইম মুম্বইয়ের মালেগাঁওয়ের তাঁর গোপন আস্তানায় হুসেন, মালাডের আহমেদনগর এলাকায় অন্য আরেকটি গোপন আস্তানায় জামিল ও দিল্লিতে গুড্ডু নামে থাকতেন।
পুলিশ জানতে পেরেছে যে, নইমের তিনজন মহিলার সঙ্গে বিয়ে করেছিলেন। তাঁর পরিবার মুম্বই এবং দিল্লিতে তিনটি ভিন্ন জায়গায় বাস করে। খুন করার পর নইম স্ত্রীদের সঙ্গেব আর যোগাযোগ রাখেনি।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের