
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সাল জুড়ে খুব বেশি একদিনের ক্রিকেট খেলেনি ভারতীয় দল। তার প্রভাব পড়ল আইসিসির বর্ষসেরা ওডিআই দলে। শুক্রবার আইসিসির তরফে বর্ষসেরা ওডিআই দল প্রকাশ করা হয়েছে। কিন্তু প্রকাশিত তালিকায় নাম নেই একজন ভারতীয় ক্রিকেটারেরও। আইসিসির ঘোষিত এই অল-স্টার দলে রয়েছে চারজন শ্রীলঙ্কার ক্রিকেটার, তিনজন করে পাকিস্তান ও আফগানিস্তানের এবং একজন ক্রিকেটার রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ভারত মাত্র তিনটি ওডিআই ম্যাচ খেলেছে। যা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি অ্যাওয়ে সিরিজ।
তিন ম্যাচের সিরিজে দুটিতেই হারতে হয় ভারতকে। বাকি একটি ম্যাচ ড্র হয়। আইসিসির তরফে প্রকাশিত এই দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে। জানা গিয়েছে, গোটা বছর জুড়ে তাঁর দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য আইসিসি বর্ষসেরা ওডিআই দলের অধিনায়ক হয়েছেন তিনি। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে আসালঙ্কা ১৬টি একদিনের ম্যাচে ৬০৫ রান করেন, গড় ৫০.২। এর মধ্যে একটি শতরান এবং চারটি অর্ধশতরান রয়েছে। শ্রীলঙ্কা গোটা বছরে মোট ১৮টি একদিনের ম্যাচ খেলেছে। যা অন্য যেকোনও দলের থেকে বেশি।
তার মধ্যে ১২টি ম্যাচেই জিতেছে শ্রীলঙ্কা। পাশাপাশি, পাকিস্তান তাদের ৯টি একদিনের ম্যাচের মধ্যে ৭টি জিতেছে। আফগানিস্তান ১৪টি ম্যাচের মধ্যে জিতেছে ৮টি। এই দলে নন-এশিয়ান ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ড-হিটার শারফেইন রাদারফোর্ড। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে রাদারফোর্ড গত বছরে ৯টি ম্যাচে ৪২৫ রান করেছেন, গড় ১০৬.২। তবে ভারতের কোনও ক্রিকেটার না থাকায় হতাশা দেখা গিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?