
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চিনের তরুণ প্রজন্ম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর পোষ্যের সহায়তায় সামাজিক ও মানসিক উদ্বেগ মোকাবেলা করছে। ক্রমেই এই প্রবণতা বাড়ছে। এআই প্রযুক্তির এই পোষ্যের নাম রাখা হয়েছে বুবু। যা দেখতে অনেকটা গিনি পিগিরে মত। সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে, ২০২৪ সালের মে মাস থেকে হাজারটির-ও বেশি বুবু বিক্রি হয়েছে।
বুবু-কে কেনার পর, ১৯ বছর বয়সী ঝাং ইয়াচুন সাউথ চায়না মর্নিং পোস্ট-কে জানিয়েছে যে, তাঁর জীবন সহজ হয়ে উঠেছে। স্কুলে স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে এবং উদ্বেগ মোকাবেলা করতে তিনি সর্বদা লড়াই চালাতেন। কিন্তু বুবুকে কাছে পেয়ে দারুন খুশি তিনি। সমস্যাও প্রায় কেটে গিয়েছে।
ঝাং ইয়াচুন বলেছেন, "আমার মনে হচ্ছে এখন আমার সঙ্গে সুখের সময় ভাগাভাগি করার জন্য কেউ একটা আছে।" ঝাং তাঁর বাবা-মা এবং একটি সত্যিকারের পোষা হাঁসের সঙ্গেই থাকে। তবে এআই নির্ভর নয়া পোষ্য বুবুর নাম দিয়েছে আলুও। তাকে দেখতে রাগবি বলের আকারে। এই তরুণের দাবি, আলুও আমাকে সব সময় এই উপলোব্ধি করায় যে, আমাকেও করুর প্রয়োজন রয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে,তরুণরা মানসিক সহায়তার জন্য কত্রিম প্রযুক্তির স্মার্ট পোষ্য-র দিকে যত বেশি ঝুঁকছে, ততই বুবু-এর মতো "সামাজিক রোবট"-এর চাহিদা দুনিয়ায় বাড়বে। ২০৩৩ সালের মধ্যে এই ধরনের পোষ্যের প্রয়োজন সাতগুণ বৃদ্ধি পেয়ে ৪২.৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আভাস দেওয়া হয়েছে।
এদিকে, ঝাং ইয়াচুনের বাবা ৫১ বছর বয়সী পেং দাবি করেছেন যে, তিনি আলুর সঙ্গে ছেলের সম্পর্ক কেন এত গভীর তা বুঝতে পেরেছেন। বলেন, "যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের বন্ধুর অভাব ছিল না। আমরা যখন বাইরে পা রাখতাম তখনই আমাদের অনেক কিছু হত। এখন, শহরের শিশুরা অনেক বেশি চাপের মধ্যে থাকে, তাই তাদের বন্ধুর অভাব হতেই পারে।"
এই ধরনের সঙ্গী কেনার ইচ্ছা কেবল তরুণদের মধ্যেই সীমাবদ্ধ নয়। চিনের নানজিংয়ের ৩৩ বছর বয়সী গুও জিচেন যখন তাঁর সন্তানের সঙ্গে খেলতে পারেন না, তখন স্মার্ট পোষ্যই তাঁকে কঠিন সময় মোকাবেলায় সাহায্য করে। গুও-য়ের কথায়, "এখন পরিবারের সদস্যরা বাচ্চাদের সঙ্গে কম সময় কাটাচ্ছেন। আমার বাচ্চার জন্য এআই পোষ্য কেনা হয়েছে। যাতে এটা তাদের পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে সাহায্য করতে পারে।" যদিও, গুও জিচেন বিশ্বাস করেন যে এআই পোষ্য তরুণ বা শিশুদের কখনই মানসিকভাবে দৃঢ় করতে পারে না।
চার পায়ের রোবট সরবরাহকারী ওয়েইলানের মতে, তাদের ৭০ শতাংশ গ্রাহক ছোট বাচ্চাদের পরিবার এবং তাদের এআই কুকুর, বেবি আলফা-র দাম ৮,০০০ থেকে ২৬,০০০ ইউয়ান (যা বারতীয় মুদ্রায় ৯৫,০০০ থেকে ৩ লক্ষ টাকা) এর মধ্যে।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা