
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বেআইনি মাদক কাফ সিরাফ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। অভিযোগ, উর্দিধারীদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। যদিও এই ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হয়নি। ঘটনার তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সাইলাপুর গ্রামে। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্য়ে এক জনের নাম বরুন মণ্ডল। তাঁর বাড়ি উমাকান্ত টোলার জানুটোলা এলাকায়। অপর ধৃত মিঠুন শেখ, তাঁর বাড়ি দক্ষিণ কদমতলায়। ওই দুই জায়গাই কালিয়াচক থানা এলাকায়।
গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ সাইলাপুর এলাকায় অভিযান চালায়। অভিযোগ, সেখানে যেতেই পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়তে শুরু করে। ফলে পুলিশ সেখান থেকে চলে যায়। এরপর পুলিশ ফের ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ বোতল ফেনসিডিল কাফসিরাপ, একটি সেভেন এমএম পিস্তল, দু'টি কার্তুজ, একটি ম্যাগাজিন ও একটি কার্তুজের খোল। ধৃতদের গোলাপগঞ্জের সাহিলাপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
দক্ষিন মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর দাবি, পুলিশকে লক্ষ্য করে দুস্কৃতিরা গুলি ছুড়ছে। জেলায় যে কোনও আইন শৃঙ্খলা নেই। এ দিনের ঘটনাই তার প্রমান। আমাদের প্রশ্ন জেলায় এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে। শাসকের মদতে এই সব আসছে। আর জেলায় দুস্কৃতিরাজ বাড়ছে। এই সব অবিলম্বে বন্ধ করতে হবে।
জেলা তৃণমূলের মুখপাত্র আশীস কুণ্ডুর কথায়, এই রাজ্যে আইনের শাসন আছে বলেই পুলিশের ওপর হামলার পর দুষ্কৃতী গ্রেফতারহয়েছে। বিজেপি শাসিত রাজ্যের কেচ্ছা হচ্ছে সেই সব কোথায় চাপা পরছে। তাই বিজেপির এই সব কথা বলার আগে ভাবতে হবে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও