
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন মুলুকে চরম উদ্বেগে ভারতীয় দম্পতিরা। আমেরিকায় জন্মালেই এবার থেকে আর সেদেশের নাগরিকত্ব মিলবে না। মার্কিন নিয়ম অনুসারে, মার্কিন নাগরিক না হলে সেদেশে জন্মানো শিশুরা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কোনও মতেই মার্কিন নাগরিক হিসাবে বিবেচিত হবে না। এতেই মাথায় বাজ পড়েছে আমেরিকায় বসবাসকারী সন্তানসম্ভবা ভারতীয় দম্পতিদের। অনেকেই ১৯ ফেব্রুয়ারির মধ্যে সি-সেকশনের মাধ্যমে বাচ্চার জন্ম দিতে ছুটছেন চিকিৎসকের কাছে। শুধু গর্ভবতী মায়েরাই নয়, অনাবাসী ভারতীয় যারা দীর্ঘদিন ধরে আমেরিকায় সংসার পেতেছেন এবং সেখানেই তাদের সন্তান জন্ম গ্রহণ করেছে, তারাও নাগরিকত্ব নিয়ে চিন্তিত।
মার্কিন যুক্তরাষ্ট্রে অস্থায়ী এইচ-ওয়ানবি এবং এলওয়ান ভিসায় কাজ করছেন হাজার হাজার ভারতীয়। এদের অনেকেই গ্রিন কার্ডের আবেদন করেছেন। এইসব কার্ডই অভিভাসী ভারতীয়দের মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি দেয়। যেসব সদ্যজাতদের বাবা-মায়ের কেউই আমেরিকান নাগরিক বা গ্রিন কার্ডধারী নন, নয়া নিয়ম মোতাবেক ২০ ফেব্রিয়ারি থেকে তাদের সন্তানরা জন্মসূত্রে মার্কিন নাগরিক হবে না।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, নিউ জার্সির ডা. এস ডি রামার ম্যাটারনিটি ক্লিনিকে গর্ভাবস্থার আট এবং নবম মাসের মহিলাদের সি-সেকশনের জন্য অস্বাভাবিক সংখ্যক আবেদন জমা পড়েছে। এমনকি কিছু মহিলা তাদের গর্ভাবস্থার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই সন্তান জন্ম দিতে মরিয়া। ডা. রামা টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, "সাত মাসের একজন গর্ভবতী মহিলা তাঁর স্বামীর সঙ্গে এসে অকাল প্রসবের জন্য আবেদন জানিয়েছেন। আগামী মার্চ মাসের কোনও এক সময়ে ওই মহিলা প্রসব হবে। এভাবে অকাল প্রসব মা ও বাচ্চার ক্ষেত্রে চরম ঝুঁকিপূর্ণ হতে পারে।"
টেক্সাসের একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. এস জি মুক্কালা অকাল প্রসবের ঝুঁকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। টাইমস অফ ইন্ডিয়াকে ডা. মুক্কাল্লা বলেছেন, "গত দুই দিনে প্রায় ২০ জন দম্পতির সঙ্গে কথা হয়েছে। আমি সন্তানসম্ভবা দম্পতিদের বলার চেষ্টা করছি যে, অকাল জন্ম মা এবং শিশুর জন্য ঝুঁকির হবে। শিশুর অনুন্নত ফুসফুস, খাওয়ানোর সমস্যা, কম ওজন, স্নায়বিক জটিলতা এবং আরও অনেক কিছুর সমস্যা থাকতে পারে।"
অর্থাৎ, বাবা-মায়েদের স্বপ্নপূরণের জন্য সদ্যজাতদের কার্যত বাজি রাখার যে প্রবণতা তা বন্ধের জন্য বলছেন চিকিৎসকরা। আসলে, ২১ বছর বয়স হওয়ার পর ভারতীয় বংশদ্ভূত মার্কিন শিশুরা তাদের বাবা-মায়ের জন্য আমেরিকায় স্থায়ী বসবাসের আবেদন করতে পারেন। আবার মার্কিন নাগরিক সন্তানদের কথা জানিয়ে সেদেশে থেকে যেতে পারেন সেই শিশুর অ-মার্কিন বাবা-মা। এই সুযোগ তাই হাতছাড়া করতে নারাজ অনেকেই।
কর্মসূত্রে আমেরিকায় বসবাসকারী সন্তানসম্ভবা প্রিয়ার কথায়, "আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমরা আশা করছিলাম যে আমাদের সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করবে। আমরা ছয় বছর ধরে আমাদের গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছি। এখনও সেটা মেলেনি। ফলে আমাদের পরিবারের স্থায়িত্ব নিশ্চিত করার এটাই ছিল একমাত্র উপায়। এই অনিশ্চয়তার মধ্যে আমরা খুবই আতঙ্কিত।"
শুধু ভারতীয়রাই নয়, অন্যান্য দেশ থেকে আসা মার্কিন অভিভাসীদেরও একই অবস্থা।
নিয়মের এখন-তখন
এতদিন মা-বাবা আমেরিকান না হলেও, সন্তান যদি সে দেশের মাটিতে জন্মায়, তবে জন্মসূত্রে সে আমেরিকান নাগরিকত্বই পেয়ে থাকে। ১৮৬৮ সালে আমেরিকার সংবিধানে এই সংশোধনী যোগ করা হয়েছিল। তাই ১৫৬ বছর ধরে এই আইন মেনে চলা হচ্ছে।
কিন্তু দ্বিতীয়বার মসনদে ফিরেই আমেরিকার নাগরিকত্বের হিসাবটা বদলে ফেলতে চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ইতিমধ্যেই এগজিকিউটিভ অর্ডারে সই করেছেন, যেখানে বলা হয়েছে, আমেরিকায় জন্মালেই আর সে দেশের নাগরিকত্ব মিলবে না। শর্তে বলা হয়েছে, সন্তান আমেরিকায় জন্মালেও যদি তার মা বেআইনিভাবে সে দেশে বসবাস করেন এবং বাবা আমেরিকার নাগরিক বা স্থায়ী বাসিন্দা হন, সেক্ষেত্রেও শিশুকে নাগরিকত্ব দেওয়া হবে না। পর্যটন বা পড়ুয়া ভিসায় থাকা কোনও মহিলাও যদি আমেরিকায় প্রসব করেন, তবে সেক্ষেত্রেও শিশু জন্মগতভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না।
ট্রাম্প প্রশাসন আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করতে চলেছে। অর্থাৎ ২০ ফেব্রুয়ারির পর জন্মানো সকল শিশুর নাগরিকত্বের ক্ষেত্রে এই শর্ত আরোপিত হবে এবং সেই অনুযায়ীই নাগরিকত্ব দেওয়া হবে। আর যারা ওই তারিখের আগে জন্মাবে বা জন্মেছে তাদের জন্য স্বস্তি। ২০ ফেব্রুয়ারির আগে জন্মানো সকল নবজাতকরা জন্মসূত্রে আমেরিকান নাগরিকই হবে। তবে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই নীতিতে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। এই নীতি রুখতে ২২টি স্টেট মামলা করেছে। আদালত স্থগিতাদেশ দিলে নয়া জন্মসূত্রে নাগরিকত্ব আইন আর কার্যকর করা সম্ভব নয়।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা