
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেলেন মধ্যপ্রদেশের তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। বৃহস্পতিবার, তিরুবনন্তপুরমের সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে রঞ্জি ট্রফির ম্যাচ চলছিল মধ্যপ্রদেশ এবং কেরালার। ব্যাটিং করার সময় গোড়ালিতে গুরুতর চোট পান ভেঙ্কটেশ। ম্যাচ চলাকালীন ১৭.২ ওভারে ৪৯ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল মধ্যপ্রদেশ। দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব ছিল আইয়ারের ওপর। ব্যাট করতে নেমে মাত্র তিনটি বল খেলার পরই গুরুতর চোট পান তিনি। গোড়ালিতে আঘাত পাওয়ার পর তীব্র যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়েন তিনি।
মধ্যপ্রদেশের ফিজিও সঙ্গে সঙ্গে মাঠে পৌঁছে তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু সেই সময় আর ব্যাট করতে পারেননি ভেঙ্কটেশ। ফিজিওর সাহায্যে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। রিটায়ার্ড হার্ট ঘোষণা করা হয় আইয়ারকে। পরে ম্যাচ চলাকালীন ডাগআউটে আইয়ারকে এক পায়ে প্যাড পরা অবস্থায় চেয়ারে বসে বিশ্রাম নিতে দেখা যায়। উদ্বেগের বিষয় হল সামনেই আইপিএল রয়েছে। ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এবার রঞ্জির এই চোটের কারণে তিনি যদি আইপিএলে অনিশ্চিত হয়ে পড়েন তাহলে বড় ধাক্কা খেতে হবে কেকেআরকে।
কিন্তু ভেঙ্কির চোট কতটা গুরুতর সেই সম্পর্কে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের তরফে। আইপিএলের মেগা নিলামের আগে তাঁকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স। যে কারণে দুঃখপ্রকাশও করেছিলেন ভেঙ্কি। কিন্তু নিলামে তাঁকে ২৩.৭৫ কোটি টাকার বিপুল অঙ্কে কিনে নেয় কলকাতা। দলে ফেরানোর জন্য লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে নিলামে লড়াই হয় কলকাতার। উল্লেখ্য, ভেঙ্কটেশ আইয়ার আইপিএলের গত মরশুমে দুর্দান্ত পারফর্ম করেন। কেকেআরের হয়ে ১৫ ম্যাচে ৩৭০ রান করেন তিনি। চারটি অর্ধশতরান সহ গোটা মরশুমে তাঁর ব্যাটিং গড় ছিল ৪৬.২৫। ফলে এই বছর তাঁর অনুপস্থিতি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কা হতে পারে।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?