সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

Riya Patra | ২২ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৯Riya Patra


 

আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলেই যোগ দিচ্ছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। দিল্লির এইমস থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাড়ি যাওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, ‘মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে হাজির থাকব। তাই আলিপুরদুয়ারে ফিরছি। মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক। চা বাগান-সহ এলাকার সমস্যা সমাধান করতে পারবেন।’


বৃহস্পতিবার ২৩ জানুয়ারি আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে হাজির থাকার জন্য জেলা প্রশাসনের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান জন বার্লা। সেই আমন্ত্রণে সারা দিয়ে সরকারি অনুষ্ঠানে হাজির থাকবেন বলে নিজেই জানিয়েছেন তিনি। 


তবে দলে যোগ দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওইদিন যোগদান হবে না। একটু সময় লাগবে। মাসখানেকের মতো। কারণ শুধু আমি একা যোগদান করলে তো হবে না। আমার সঙ্গে অনুগামীরাও রয়েছেন। এলাকার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের কী পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা নিয়ে কথা হবে। তারপরই যোগদানের দিন স্থির করব।’

কী কারণে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করছেন ? ক্ষোভের সঙ্গে বার্লা উত্তর দেন, ‘যেখানে সম্মান পাব না, সেখানে থেকে কী লাভ? আমাকে পিছন থেকে ছুরি মারা হয়েছে।’ এপ্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, ‘এটা তো হওয়ারই ছিল। এর ফলে আমাদের সংগঠনের কোনও ক্ষতি হবে না।’ তবে বার্লার যোগদান নিয়ে মুখ খুলতে চাননি জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।


উল্লেখ্য, গত লোকসভা ভোটে আলিপুরদুয়ার আসনে বিজেপি তাঁকে টিকিট না দেওয়ার পরই ক্ষুব্ধ হয়েছিলেন জন বার্লা। তাঁকে বাদ দিয়ে আসনটি ধরে রাখতে পারলেও ব্যবধান অনেকটাই কমে যায় বিজেপির। তারপরই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর। দলীয় কোনও কর্মসূচিতেও দেখা যায়নি তাঁকে। সম্প্রতি মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে বার্লা'র সঙ্গে বিজেপির ফাটল আরও চওড়া হয়ে যায় বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল।


John BarlaBJPTMCMamataBanerjee

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া