
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: না, ১৮ বা ১৯ বছর বয়সী তরুণদের নয়। একেবারে ছোটদের কোচিং দিয়ে তাদের থেকেই তৈরি করতে চান নতুন ‘ধোনি’। জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’র শৈশবের ক্রিকেট প্রশিক্ষক কেশবরঞ্জন ব্যানার্জি। তাঁর মতে, শেখাতে ন্যূনতম ১০ বছর সময় লাগে। তাই ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দিতে চান তিনি। মঙ্গলবার কোচবিহারে একটি বেসরকারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। কেশবরঞ্জন বলেন, ‘কোচবিহারের ছোট ছোট বাচ্চাদের প্রতিভা রয়েছে। তাদের সঠিক প্রশিক্ষণ দিতে হবে।’ তাঁকে দায়িত্ব দিলে তিনি আসতে আগ্রহী বলে জানিয়েছেন কেশবরঞ্জন। তাঁর সাফ কথা, ‘আমি কোনও ১৮–১৯ বছরের যুবককে প্রশিক্ষণ দিতে পারব না। কারণ শেখাতে ন্যূনতম ১০ বছর সময় লাগে। বয়সটাও অনেক বেড়ে যায়। তাই যে সমস্ত বাচ্চাদের খেলার প্রতি আগ্রহ আছে আমি তাদের শেখাতে চাই।’
ধোনিকে শেখানোর সময় কখনও কি মনে হয়েছিল একদিন তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন? ধোনির প্রশিক্ষকের কথায়, ‘ওই চিন্তা করে তাঁকে তৈরি করিনি। এখন যখন তাঁকে খেলতে দেখি তখন পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ভবিষ্যতে কে কোথায় যাবে সেটা তো আর বলা যায় না। আমার কাজ ছিল বাচ্চাদের শেখানো। সেই শেখানোর সময় যদি কোনও প্রতিভাকে পাওয়া যায় তাহলে সেটা আমাদের কৃতিত্ব। অন্তত দেশের জন্য একজন খেলোয়াড় বের করতে পেরেছি।’
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও