সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই

RD | ২০ জানুয়ারী ২০২৫ ০৪ : ৩৪Rajit Das


মিল্টন সেন: ভাঙা ছাদ। দিনে রোদ্দুর। রাতে চাঁদের আলো। ঘরে ঝড় জলের অবাধ আনাগোনা। খাবার জুটত না। ভালো খাবার বা পোশাক ছিল বিলাসিতা। খেলার জুতো বা পোশাক কেনার কথা ভাবতে পারেনি কখনও। সেই পরিবারের ছেলেই এবার খো খো বিশ্বকাপ জিতে উজ্জ্বল করেছে দেশের মুখ। এবার কি তাহলে ভাঙা ঘরটা ঠিক হবে? অবস্থা কি পাল্টাবে? জানা নেই। কিন্তু আনন্দে চোখে জল দিনমজুর বাবার। তিনি চান ছেলে খেলুক। আরও অনেক নাম করুক।

চলতি জানুয়ারি মাসের ১৩ থেকে ১৯ পর্যন্ত দিল্লীর ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসেছিল খো খো বিশ্বকাপের আসর। প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন ২০ টি দেশের পুরুষ দল এবং ১৯ টি দেশের মহিলা দল। সাত দিন ধরে চলে আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতা। পুরুষ এবং মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ান হয় ভারত। ফাইনাল খেলায় নেপালকে ৫৪-৩৬ পয়েন্টে পরাজিত করে ভারতীয় দল। জয়ী সেই ভারতীয় পুরুষ দলে বাংলা থেকে প্রতিনিধিত্ব করেন চুঁচুড়া মিলন পল্লীর বাসিন্দা সুমন বর্মন।

খুব ছোটো থেকেই খেলাধুলা পারদর্শী ছিল সুমন। পাড়ার বাঘাযতীন ময়দানে প্রথম খো খো খেলায় হাতে খড়ি। বর্তমানে ব্যান্ডেল হরনাথ স্কুলের মাঠে প্র্যাকটিস করেন। ইতিমধ্যেই রাজ্য এবং দেশের হয়ে খেলে নাম করেছেন সুমন। পেয়েছেন বহু পুরষ্কার আর শংসাপত্র। তবে এই প্রথম বিশ্বকাপ জয়। অবশ্যই এই সাফল্য তার জীবনে এনে দিয়েছে অন্য মাত্রা। সুমনের বাবা রামদেব বর্মন একজন দিন মজুর। মা সুজাতা বর্মন পরিচারিকার কাজ করেন। তাদের দুই ছেলে এক মেয়ে। টালির ভাঙা ছাদের ছোট্ট ঘরে পাঁচ জনের সংসার। 

বড় ছেলে মুক বধির। পরিবারের একমাত্র মেয়ে রিয়া মাধ্যমিক পরীক্ষা দেবে। সেও খোখো খেলে। রবিবার রিয়া খোখো খেলে দুর্গাপুর থেকে বড় ট্রফি জিতে বাড়ি ফিরেছে। সুমনও কলেজে পড়ে। ভবিষ্যতে কিভাবে চলবে দু'জনের পড়াশোনা? এর পর কি হবে? চরম অনিশ্চয়তা। তবু দিন রাত পরিশ্রম করে চলেছেন বর্মন দম্পতি। সল্প আয়। খুব কষ্টে চলে পাঁচ জনের সংসার। তবু উৎসাহ দেন। কারণ সেটা ছাড়া তাঁদের কাছে সন্তানকে দেওয়ার মতো আর কিছুই নেই। 

সম্প্রতি কিছু বাড়তি উপার্জনের আশায় সুমনের বাবা দক্ষিন ভারতে গিয়ে ছিলেন রান্নার কাজে। সোমবার সকালে বাড়ি ফিরেছেন। সুজাতা দেবীও রান্নার কাজে কালনা গিয়েছিলেন। এদিন ভোর রাতে তিনিও বাড়ি ফিরেছেন। তাঁরা দেখেননি। অথচ মিলন পল্লীতে খোখো বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য জায়ান্ট স্ক্রিন লাগিয়েছিল সুমনের বন্ধুরা। ভারত খোখো বিশ্বকাপ জিতছে। খুবই ভালো খেলেছে সুমন। খেলা দেখে খুশি পাড়াপড়শি সকলেই। খোখো খেলার তেমন চল নেই। তাই হয়তো বিশ্বকাপ জিতলেও, খুশি সীমাবদ্ধ মিলন পল্লীতেই। 

সোমবার দাদার সাফল্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেলে রিয়া। বলে, দিনের পর দিন অনেক কষ্ট করে জাতীয় দলে সুযোগ পেয়েছে তার দাদা। সাফল্য এসেছে। কিন্তু তার দাদার আসল লড়াই ছিল দারিদ্রতার সঙ্গে। এই বিপুল সাফল্যের পরেও কি কিছু স্বস্তি মিলবে। মিটবে পেটের জ্বালা। বর্মন দম্পতি বলেছেন, তাঁরা খুবই গরীব। তাই অন্য খেলায় ছেলে বা মেয়েকে দিতে পারেননি। পাড়ার মাঠে খোখো খেলেছে। সেই খেলেই দেশের মুখ উজ্বল করছে। মানসিক শান্তি মিলেছে ঠিকই। তবে দারিদ্রতা আজও  অবিচল। নুন আনতে পান্তা ফুরোচ্ছে। অবিরাম পরিশ্রম করে সংসার চালানো দায় হয়ে উঠেছে। কষ্ট করে যাচ্ছেন। ছেলে বিশ্বকাপ জিতেছে। কিছুটা হলেও সেই কষ্ট লাঘব হবে।

খুশি মিলন পল্লীর বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, এত বড় সাফল্য। এটা ক্রিকেট বা ফুটবল খেলা হলে হয়তো অনেকেই আসতেন। এক্ষেত্রে কোনও উন্মাদনা নেই। যেটা ক্রিকেট বা ফুটবল হলে চোখে পড়ে। বিশ্বকাপ জিতেছে ভারত। অথচ উন্মাদনা শুধুমাত্র মিলনপল্লীর মধ্যেই আবদ্ধ। প্রশাসন বা জন প্রতিনিধি আসা দূরের কথা, কেউ সুমনের বাড়িতে গিয়ে খোঁজও নেননি। তাতে যদিও কিছু যায় আসে না। বুধবার তাঁদের পাড়ার গর্ব সুমন বাড়ি ফিরবে। উৎসব হবে। ব্যান্ডপার্টি সহযোগে তাকে মিলন পল্লীতে আনা হবে। তাঁরা আশাবাদী এবার হয়তো ওদের অভাব ঘুচবে। সুমন একটা চাকরি পেলে হয়তো পরিস্থিতি কিছুটা হলেও পাল্টে যাবে।


নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া