বুধবার ৩০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ২০ জানুয়ারী ২০২৫ ২২ : ২৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রবিবার দুপুরে মহাকুম্ভ মেলায় মহা বিপর্যয় ঘটতে পারত। কিন্তু, মাত্র ২০ মিনিটের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেন দমকল কর্মীরা। এক্ষেত্রে ত্রাতার ভূমিকা নিয়েছে এআই প্রযুক্তি (কত্রিম বুদ্ধিমত্তা) এবং প্রশাসনের তৎপরতা। কী এত স্বল্প সময় সব সম্ভব হল?
মহাকুম্ভের অগ্নিনির্বাপণের দায়িত্বে থাকা আধিকারিকদের প্রধান প্রমোদ শর্মা ও পুলিশ সুপার তথা ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের (আইসিসিসি) ভারপ্রাপ্ত আধিকারিক আইপিএস অমিত কুমার এই সমগ্র প্রক্রিয়ার ব্যাখ্যা করেছেন।
৫০টি ফায়ার স্টেশন এবং ২০টি ফায়ার পোস্ট স্থাপন
মহাকুম্ভের অগ্নিনির্বাপণের দায়িত্বে থাকা আধিকারিকদের প্রধান প্রমোদ শর্মা জানিয়েছেন যে, ২৫টি সেক্টর এবং ২৫ কিলোমিটার ব্যাসার্ধের বিশাল এলাকায় তথ্যের উপর নির্ভর করে আগুন নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কাজ। মহাকুম্ভের সমস্ত অস্থায়ী কুঁড়েঘর বাঁশ, কাপড় এবং খড় দিয়ে তৈরি। আগুন লাগলে তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই কারণেই দমকল মহাকুম্ভ মেলা এলাকায় মোট ৫০টি ফায়ার স্টেশন এবং ২০টি ফায়ার পোস্ট স্থাপন করেছে। এর পাশাপাশি, মেলা এলাকার বিভিন্ন স্থানে রয়েছে ৮০টি ফায়ার বাইক।
৫২টি ওয়াচ টাওয়ার
মহাকুম্ভে আগুন সনাক্ত করার জন্য ৫২টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। এই ওয়াচ টাওয়ারগুলিতে দমকলকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। উচ্চ প্রযুক্তির এআই-ভিত্তিক সিসিটিভি ক্যামেরা দিয়ে সজ্জিত ওয়াচ টাওয়ার থেকে প্রথমে মহাকুম্ভে আগুন দেখা যায়। দমকল কর্মীরা নিজেই উচ্চ আধিকারিকদের এই বিষয়ে অবহিত করেন এবং পরের মুহূর্তে একটি ফায়ার গাড়ি ঘটনাস্তে পৌঁছায়।
পরবর্তী ১০ মিনিটের মধ্যে, ছোট-বড় প্রায় ৪৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার জায়গাটি ঘিরে ফেলে। ট্রাফিক বিভাগ পুরো এলাকাটি সিল করে দেয় যাতে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারে। এটি খুবই কার্যকর প্রমাণিত হয়েছে। পুলিশ, ট্রাফিক পুলিশ, দমকল বিভাগ, এনডিআরএফ এবং এসডিআরএফের দল ঐক্যবদ্ধভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
এআই প্রযুক্তি
কুম্ভমেলায় প্রথম বার এত ভিড় সামাল দেওয়ার জন্য এইআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা-এর সাহায্য নেওয়া হয়েছে। মেলাপ্রাঙ্গণ ছাড়াও শহর জুড়ে ৩০০০এরও বেশি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরাগুলির মধ্যে ১৮০০টি এআই চালিত। ক্যামেরাগুলি কোনও মুহূর্তের ফুটেজের উপর ভিত্তি করে নির্ভুল তথ্য দেয়। ফলে কোনও দুর্ঘটনার খবর পাওয়া গেলে তা ঠিক কোথায়, কী ভাবে ঘটেছে, তা জানতে অনুমানের উপর নির্ভর করতে হয় না। কোনও নির্দিষ্ট এলাকায় মাত্রাছাড়া ভিড় জমে গেলে স্ক্রিনে স্বয়ংক্রিয় ভাবে সতর্কতা ভেসে ওঠে। মুহূর্তে ওয়ারলেসের মাধ্যমে সেই তথ্য ছড়িয়ে পড়ে। তখনই পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমে পড়েন পুলিশকর্মীরা। এই ভাবেই দ্রুত নেভানো গিয়েছে কুম্ভমেলার আগুন। রবিবার আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর পৌঁছে গিয়েছিল আইসিসিসির কাছে। সাত মিনিটে জলের ট্যাঙ্ক নিয়ে পৌঁছে গিয়েছিলেন দমকলকর্মীরা। তারপর মাত্র ২০ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয় আগুন।
৩৫১টি বিভিন্ন দমকল গাড়ি রয়েছে
মহাকুম্ভের অগ্নিনির্বাপণের দায়িত্বে থাকা আধিকারিকদের প্রধান প্রমোদ শর্মা জানিয়েছেন, বহরে ৩৫১টি দমকলের ইঞ্জিন রয়েছে। এগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। চারটি আর্টিকুলেটিং ওয়াটার টাওয়ার-ও মোতায়েন করা হয়েছে যা ভিডিও থার্মাল ইমেজিংয়ের মতো উন্নত সিস্টেম দিয়ে সজ্জিত। এতে ভিডিও থার্মাল ইমেজিং ক্যামেরা স্থাপন করা হয়েছে। বহুতল ভবনে আগুন লাগলে এটি ব্যবহার করা হয়।
১০০ জন বিশেষভাবে প্রশিক্ষিত উদ্ধারকারী দল
মহাকুম্ভে আগুন নেভানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত উদ্ধারকারী দলের ১০০ জন জওয়ান মোতায়েন করা হয়েছে। যে কোনও ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবেলা করার জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়াও, মহাকুম্ভে ২০০০ অগ্নিনির্বাপক কর্মীকেও সেক্টর অনুসারে ভাগ করে মোতায়েন করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ
মহাকুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। এর জন্য মেলা অধিকারী বিজয় কিরণ আনন্দ এডিএম প্রশাসন এবং সেক্টর ম্যাজিস্ট্রেটের একটি দল গঠন করেছেন। প্রাথমিক তদন্তে এখনও পর্যন্ত জানা গিয়েছে যে, আগুন লাগার দু'টি কারণ থাকতে পারে। প্রথমত, খাবার রান্না করার সময় সিলিন্ডার লিকেজ। দ্বিতীয়ত, বিদ্যুতের অতিরিক্ত লোডের কারণে শর্ট সার্কিট। আগুন লাগার পর, কুঁড়েঘরে রাখা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
নানান খবর

নানান খবর

পাল্টে গিয়েছে পাত্র, বিয়ের আসরে বড় অভিযোগ কনের! তারপর যা হল...

ছিটকে পড়ল অণ্ডকোষ, পকেটে রাখা মোবাইল ফেটে হাসপাতালে ফুচকাওয়ালা

পাকিস্তানের জন্য আরও খারাপ খবর! ২৬টি রাফাল কিনতে ৬৩ হাজার কোটির চুক্তি করল ভারত

পালিয়ে ৩০ বছরের নাতিকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব মহিলা, এরপরই আগের পক্ষের স্বামী-সন্তানদের হত্যার পরিকল্পনা!

পাকিস্তানে স্বামীর কাছে ফিরল এক ও তিন বছরের সন্তান, ছাড়াছাড়ি হতেই আটারি সীমান্তে কেঁদে ভাসালেন মা

জানেন কেন বাবারা চান তাঁদের প্রথম সন্তান মেয়ে হোক?

আটারি সীমান্তে ভিড়, পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের সময়সীমা শেষের আগে বিদায়

ভারতে আমলাতান্ত্রিক 'ডিক্টেটরশিপ'-এর শিকার সাধারণ নাগরিকরা: নীতিহীন নির্দেশের বন্যায় ক্ষোভ

জাতীয় শিক্ষানীতিতে বড় বদল, বাদ গেল মুঘল যুগ, যোগ হল ভারতের ঐতিহ্য এবং মহাকুম্ভ

দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই জনের মৃত্যু

নয়া নিয়ম জারি করল ইউজিসি, চলতি বছরেই একগুচ্ছ বদল!

"দেশ সবার আগে": জানালেন ঝন্টু আলি সেখের ভাই রফিকুল

বৌদির সঙ্গে সঙ্গমের চেষ্টা, ঘরে ঢুকে অশালীন আচরণ দেওরের, দেখে স্বামী কী করলেন? শুনে চক্ষু চড়কগাছ পুলিশের

১১৮ বছর আগে তৈরি হয়েছিল এই শরবত, রেসিপি জানেন মাত্র তিন জন, নাম জানেন সেই পানীয়ের

পাকিস্তানের স্টুডেন্ট ভিসা, আদিল আহমেদ থোকার এবং পহেলগাঁও হামলা, তিনের মধ্যে যোগসূত্র কী?