
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসকেরা রোগী দেখেন। তাঁদের সারিয়ে তোলেন। কিন্তু চিকিৎসক নিজেই হলেন রোগী। নিজেই নিজেকে সারিয়ে তুললেন। এমনই এক চিকিৎসকের সন্ধান পাওয়া গেল এবার। জানা গিয়েছে, চেন উই নং নামে ওই প্লাস্টিক সার্জেন তাইওয়ানের বাসিন্দা। তিনি নিজেই ভ্যাসেক্টেমি ওপারেশন করলেন। শুধু তাই নয়, সেই অপারেশনের ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল তা।
ওই চিকিৎসকের নিজেরই একটি ক্লিনিক রয়েছে তাইপাই সিটিতে। তিন সন্তান রয়েছে তাঁর। তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী চান না তাঁর আর সন্তান হোক। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি অপারেশনের পুরো প্রক্রিয়া ভিডিও করেন, এরপর তিনি সেটাকে ফেসবুকে পোস্ট করেন। তিনি জানান, অনেকেরই এই অপারেশনে ভয় থাকে। সেই ভয় কাটাতে এই তিনি সকলের সামনে ভিডিওটি সামনে এনেছেন।
পুরো অপারেশন করার ১১ টি ধাপ রয়েছে। প্রাথমিকভাবে অ্যানাস্থেশিয়া করার পর অপারেশন শুরু করা হয়। এই অপারেশন বেশ জটিল হলেও এটি করতে মোট সময় লেগেছে মাত্র ১৫ মিনিট। তিনি এদিন বলেন, মহিলাদের জন্য বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং কষ্টসাধ্য। সেই তুলনায় পুরুষদের ক্ষেত্রে এই প্রক্রিয়া তুলনামূলকভাবে অনেক সহজ। চিকিৎসকের আপলোড করা সেই ভিডিও এখনও পর্যন্ত ৪০ লাখেরও বেশি ভিউ হয়েছে। প্রচুর কমেন্টও পড়েছে সেখানে। কেউ কেউ সাধুবাদ জানালেও অনেকেরই দাবি, এটি করা নিরাপদ নয়। এছাড়া অনেকে এমনও বলেছেন, এই অপারেশন করানোর মাধ্যমে তিনি তাঁর বউয়ের প্রতি ভালবাসা প্রকাশ করেছেন। তবে অনেকের আশঙ্কা, এ দেখে বাড়িতে কেউ নিজে করতে চাইলে আইনি ঝামেলায় পড়তে পারেন। চেন উই নং নামে ওই সার্জেনের উপযুক্ত লাইসেন্স থাকায় এক্ষেত্রে কোনও আইনি জটিলতা তৈরি হয়নি।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা