
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কুম্ভ মেলা শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি থেকে। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রচুর মানুষ এই মেলায় জড়ো হন। কেউ পূণ্যলাভের উদ্দেশ্যে আবার কেউ শুধুই মেলা ঘুরে দেখতে। এবার এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল যিনি ৬০০ কিলোমিটার রাস্তা স্কেটিং করে পৌঁছেছেন প্রয়াগরাজে।
ওই যুবকের নাম অজয় নিষাদ। প্রতিদিন ৮০ থেকে ১০০ কিলোমিটার হাঁটতেন তিনি। ছত্তিশগড় থেকে শুরু করেছিলেন যাত্রা। অবশেষে সোমবার তিনি পৌঁছেছেন কুম্ভমেলায়। শুধু দেশ নয় বিদেশ থেকেও বহু সাধু সন্ন্যাসী মেলায় অংশ নেন। এবার তাতে যোগ দিলেন ছত্তিশগড়ের সাকতি জেলার সাক্রেলি গ্রামের ওই যুবক। তিনি এদিন জানান, তাঁর কাছে স্কেটিং এক ভাললাগার বিষয়। তিনি যেখানেই ঘুরতে যান চেষ্টা করেন স্কেটিং করার। বেশ কয়েকদিন ধরে স্কেটিং করে তিনি পৌঁছেছেন কুম্ভমেলায়। তবে এই কয়েকদিনের যাত্রায় সারাদিন স্কেটিং করে সন্ধ্যায় হোটেলে বিশ্রাম নেয়।
জানা গিয়েছে, অজয়ের এই প্রথম এত দীর্ঘ যাত্রা। তিনি জানিয়েছেন পথে বেশ কিছু রাস্তা খারাপ ছিল। তাঁর পিঠে ছিল ২০ থেকে ২৫ কেজি ওজনের ব্যাগ। সঙ্গে নিয়েছিলেন গেরুয়া পতাকা। এই যাত্রাপথে তুরিধাম, মাদওয়ারানি, চন্দ্রপুর এবং পিথমপুর প্রভৃতি এলাকায় বিভিন্ন মন্দিরেও ঘুরেছেন তিনি। শেয়ার করেছেন তাঁর বিভিন্ন অভিজ্ঞতার কথা। রাস্তায় প্রচুর লোকের সঙ্গে আলাপ হয়েছে তাঁর। অনেকেই তাঁকে উৎসাহিত করেছেন। এমনকী তাঁকে আর্থিক সাহায্য দিতেও রাজি হয়েছেন।
প্রসঙ্গত, এ বছর অন্তত ৪৫ কোটি পূণ্যার্থীর আগমনের প্রত্যাশা করা হচ্ছে মেলায়। স্বাস্থ্য এবং সুরক্ষার কথা ভেবে প্রয়াগরাজ স্টেশনেই চিকিৎসা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। শারীরিক সমস্যা কিংবা দুর্ঘটনাগ্রস্তরা সেখানে চিকিৎসা করাতে পারবেন। সেখানে মজুত থাকছে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) মেশিন, কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে ডিফিব্রিলেটর, শ্বাসকষ্টের সমস্যার জন্যঅক্সিজেন এবং ডায়াবেটিক রোগীদের জন্য গ্লুকোমিটারের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম। পাশাপাশি লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটকের প্রয়োজন মেটাতে এবার মেলা চত্বরে অস্থায়ী স্টোর চালু করল ব্লিঙ্ক ইট।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও