
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পানীয় জলের পাইপ লাইন অন্য এক ব্যক্তির বাড়ির উপর দিয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাইশপল্লী-ঘোষপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সীতা ঘোষ জমাদার (৩৫)। তিনি বেলডাঙা পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে জয়া ঘোষ নাম এক ব্যক্তি দ্বিতীয়বার বিয়ের পর বাইশপল্লী-ঘোষপাড়া এলাকায় একটি সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে বাড়ি তৈরি করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্বিতীয়বার বিয়ে করার পর জয়া যেখানে বাড়ি তৈরি করেন সেখানে পুরসভার একটি নিকাশী নালা এবং কমিউনিটি টয়লেট ছিল। জয়া একপ্রকার গায়ের জোরে কমিউনিটি টয়লেটটি দখল করে নেন এবং নিকাশী-নালার উপর বাড়ি তৈরি করেন। প্রতিবেশী জনৈক বুবাই ঘোষ এবং বরুন ঘোষের বাড়ি থেকে নিকাশী নালার জল বার হওয়ার পথ একপ্রকার বন্ধ হয়ে যায়। বুবাই এবং বরুনের বাড়িতে নিয়মিত নিকাশির জল জমা হয়ে যেত।
এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দু'টি পরিবারের বিবাদ ছিল। একাধিকবার স্থানীয় বাসিন্দারা গোটা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলেও জয়া ঘোষ নিকাশী নালার উপর থেকে তার বাড়ির অংশ সরিয়ে নিয়ে যেতে রাজি হননি।
স্থানীয় সূত্রের খবর, রবিবার পুরসভার একটি ট্যাপ কল থেকে জয়া ঘোষ রবারের পাইপ ব্যবহার করে নিজের বাড়িতে জল নিয়ে যাচ্ছিলেন। সেই সময় বুবাই এবং বরুন ঘোষ তাদের বাড়ির উপর দিয়ে জলের লাইন নিয়ে যাওয়ার প্রতিবাদ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ফের নতুন করে বিবাদ শুরু হয়।
ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, জয়া ঘোষ ঘটনার সময় বুবাই এবং বরুন ,দুই ভাইকে হাঁসুয়া দিয়ে ভয় দেখাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর ওই দুই ভাই নিজেদের বাড়ি থেকে হাঁসুয়া নিয়ে আসেন নিয়ে জয়া ঘোষকে তাড়া করেন।
এই সময় জয়া ঘোষ বাড়িতে ঢুকে পড়লে তার স্ত্রী সীতা ঘোষ, এবং অন্যরা বুবাই এবং বরুনকে থামাতে যায়। অভিযোগ সেই সময়ে দুই ভাই সীতা ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন রুপালি। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রক্তাক্ত অবস্থায় সীতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পাওয়ার পরে বেলডাঙা থানার পুলিশ এলাকায় পৌঁছে দুই ভাই ,বরুন ঘোষ এবং বুবাই ঘোষকে আটক করেছে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী