সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | কাজ শেখার সুযোগ-মাসে ৫ হাজার টাকা ভাতা, কেন্দ্রীয় এই প্রকল্প যুবক-যুবতীদের জন্য যেন জ্যাকপট

RD | ১৮ জানুয়ারী ২০২৫ ০১ : ০৮Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: দেশের এই যুব সমাজের জন্য কেন্দ্র প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম চালু করেছে। এই স্কিমের মাধ্যমে দেশের বড় বড় সংস্থায় এক বছরের জন্য ইন্টার্নশিপ করতে পারবেন যুবক-যুবতীরা। কাজ শেখার সুযোগ পাবেন। শুধু তাই নয়, এই ইন্টার্নশিপের সময় মাসে ৫ হাজার টাকা করেও পাবেন ইন্টার্নরা। ৮০ শতাংশেরও বেশি ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ প্রকল্পের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। 

কী এই পিএম ইন্টার্নশিপ প্রকল্প? 
কর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবর্ষে বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের যুব সমাজ যাতে হাতে-নাতে কাজ শিখে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পান, সেজন্যই কেন্দ্রের এই প্রকল্প। এক বছরের এই স্কিমে দেশের বিভিন্ন সংস্থায় কাজ শেখার সুযোগ পাবেন যুবক-যুবতীরা। গত বছর ৩ অক্টোবর এই স্কিমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই ২০২৪ সালের জন্য আবেদন গ্রহণ শুরু হয় গত ১২ অক্টোবর। শুরুতেই ১ লক্ষ ২৫ হাজারের মতো যুবক-যুবতী ইন্টার্নশিপ করতে পারবেন।

কারা আবেদন করতে পারবেন? 
২১ থেকে ২৪ বছর বয়সীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ যুবক-যুবতীরা এই স্কিমে আদেন করতে পারেন। আইটিআই গ্রাজুয়েট, পলিটেকনিক ডিপ্লোমাধারীরাও আবেদনের যোগ্য। কিংবা যাঁদের বিএ, বিকম, বিফার্মের ডিগ্রি রয়েছে, তাঁরাও এই স্কিমে ইন্টার্নশিপের আবেদন করতে পারেন।

স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই যোজনায় আবেদনের যোগ্য নন। আইআইটি, এনআইটি এবং আইআইএম থেকে পাশ করা পড়ুয়ারাও এই প্রকল্পে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন না। এই তালিকায় রয়েছে এমবিএ, সিএস, সিএ এবং এমবিবিএস গ্রাজুয়েটরাও। এই মুহূর্তে রাজ্য কিংবা কেন্দ্রীয় কোনও প্রকল্পের অধীনে ইন্টার্নশিপ করলেও আবেদন করা যাবে না। এছাড়া ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম( এনএটিএস) কিংবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোমোশন স্কিমের (এনএপিএস) অধীনে অ্যাপ্রেন্টিসশিপ করা হয়ে থাকলে আর এই স্কিমে আবেদন করা যাবে না। 

২০২৩-২৪ অর্থবর্ষে যদি আবেদনকারী বা তাঁর স্ত্রী কিংবা পিতামাতার বার্ষিক আয় ৮ লক্ষের বেশি হয়, তাহলে এই স্কিমে আবেদন করা যাবে না। পরিবারের কেউ কেন্দ্র কিংবা রাজ্য সরকারের স্থায়ী কর্মী হলে এই স্কিমে আবেদন করা যাবে না।

ইন্টার্নশিপের সময় মাসে ৫ হাজার টাকা ভাতা-
কাজ শেখার পাশাপাশি মাসে মাসে ভাতাও পাবেন ইন্টার্নরা। মাসে ৫ হাজার টাকা তাঁরা পাবেন। তার মধ্যে সাড়ে চার হাজার টাকা দেবে কেন্দ্র। আর ৫০০ টাকা দেবে সংশ্লিষ্ট কোম্পানি। এছাড়া এককালীন ৬ হাজার টাকা দেওয়া হবে ইন্টার্নদের।

কীভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করা যাবে pminternship.mca.gov.in ওয়েবসাইটে গিয়ে। এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার লিঙ্কে ক্লিক করতে হবে। তাহলে নতুন একটি পেজ খুলবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আপনি কোথায়, কোন সেক্টরে এবং কী কাজ করতে চান, তা বেছে নিতে পারেন। বিনামূল্যেই ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে। আবেদন করলেই অবশ্য যে ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যাবে, তেমন নয়। চলতি অর্থবর্ষে ১ লক্ষ ২৫ হাজার যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন।

এই ইন্টার্নশিপের মাধ্যমে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করবে যুব সমাজ। তেমনই, সংস্থাগুলিরও দক্ষ কর্মী খোঁজা সহজ হবে। ইন্টার্নশিপ শেষে কাজে সুযোগ পাওয়া যেতে পারে। প্রতি বছর দেশের হাজার হাজার যুবক-যুবতী এই ইন্টার্নশিপকে কাজে লাগিয়ে যাতে চাকরি পায়, সেই লক্ষ্যে এই প্রকল্প কেন্দ্রের।


নানান খবর

নানান খবর

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি! 

দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন

‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি

স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা

গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও

যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?

বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ

সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত

সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!

মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের

সোশ্যাল মিডিয়া