
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই। স্ত্রী এবং বান্ধবীদের ক্রিকেটারদের সঙ্গে থাকার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ৪৫ দিনের সফরে স্ত্রীরা দু'সপ্তাহ থাকতে পারবে। শীঘ্রই নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে। কিন্তু কেন হঠাৎ এমন নিয়ম চালু করতে চলেছে বোর্ড? জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরের কিছু ঘটনার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বোর্ড। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্টে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া সফর চলাকালীন ক্রিকেটারদের গ্রুপ করে ঘুরতে দেখা যায়। যার ফলে টিম বন্ডিং মিসিং ছিল।
সেই রিপোর্টেই জানানো হয়েছে, গোটা সফরে মাত্র একবার টিম ডিনারে গোটা দল একত্রিত হয়। বাকি সফরে একবারও পুরো দলকে একসঙ্গে দেখা যায়নি। বোর্ডের সূত্র বলেন, 'এক দশকের বেশি সময় ধরে এই দলটা সব ফরম্যাটে সফল হয়েছে। হঠাৎ সেই একই প্লেয়ারদের নিয়ে ব্যর্থতা দেখতে হচ্ছে। দলের মধ্যে একতার অভাব রয়েছে। ট্রেনিং এবং ম্যাচ ছাড়া প্লেয়াররা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। আজকাল প্লেয়ারদের সঙ্গে তাঁদের পরিবার থাকে। তারমধ্যে অনেকেই আলাদা হোটেলে থাকার অনুরোধ জানায়। অনেকেই নিজেদের যাতায়াতের ব্যবস্থা নিজেরাই করে নেয়। তাঁদের দলের বাকিদের সঙ্গে দেখাই যায় না। সেই কারণেই সফরে পরিবার আনার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।'
পারথ টেস্টে জেতার পর নিজেদের মধ্যে কোনও ডিনারও আয়োজন করা হয়নি। এমনকী কোচ গৌতম গম্ভীরও নিজের লোকজনদের নিয়ে বেরিয়ে যায়। বাকি দল বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যায়। বোর্ডের সূত্র বলেন, 'পারথ টেস্ট জেতার পর সবাই মিলে একটা ডিনার আয়োজন করা উচিত। তার বদলে সবাই গ্রুপ করে বেরিয়ে গিয়েছে। দুই মাসের সফরে মাত্র একটা টিম ডিনার হয়েছে। আগের টিম ম্যানেজমেন্ট গোটা দল নিয়ে আউটডোর গেমসের আয়োজন করত। এতে টিম বন্ডিং বাড়ে।' দলের এই চিত্র দেখে ঐচ্ছিক টেনিং সেশন বাতিল করেন গম্ভীর। হেড কোচ চান সবাই একসঙ্গে প্র্যাকটিস করুক। যাতে টিম স্পিরিট বাড়ে।
এশিয়ান অ্যাথলেটিক্সে পদকের বন্যা ভারতের, সোনা জিতল মিক্সড রিলে দল, রুপো তেজস্বিনের
নিলামেই বোঝা গিয়েছিল তারকা হবেন, ২০ লাখের জিতেশের দাম ছুঁয়েছিল আকাশ, রেকর্ড গড়ে এসেছিলেন বেঙ্গালুরুতে
ডেল স্টেন হওয়ার স্বপ্ন দেখেন, তাঁর দেশের বোলারের হাতেই মার খেলেন রিপন, জানুন বাংলাদেশের তারকা সম্পর্কে
কলকাতা লিগের গ্রুপ পর্বেই ডার্বি, গ্রুপ বি-তে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব
'ওর দ্বারা এটা হবেই না...ধৈর্য এত কম', ধোনিকে নিয়ে বিরাট মন্তব্য করলেন দেশের তারকা ক্রিকেটার, কেন বললেন একথা?
দ্বিমুকুট জয়, শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল
চূড়ান্ত অসম্মানিত শ্রেয়স! প্রাপ্য সম্মানটুকুও দিল না শাহরুখের কেকেআর, কী করল নাইটরা?
ইংল্যান্ড সফরের আগে খোঁড়াচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার, ছড়িয়ে পড়া ভিডিও চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের
নেই প্রেমিকা, দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিতে ডুবে বাংলার এই ক্রিকেটার
দায়িত্ব নিয়েই দলে রাখলেন না নেইমারকে, তারকা ফুটবলারের যুগ কি শেষ ব্রাজিলে? কী বললেন ব্রাজিলের নতুন হেডস্যর অ্যানচেলোত্তি
বেঙ্কটেশ আইয়ারে মোহভঙ্গ কলকাতার, ২৪ কোটির ক্রিকেটারকে এবার ছেড়েই দেবে নাইটরা
মাত্র ২ রানে অলআউট, ২০০ বছরের লজ্জার রেকর্ড ভাঙল এই দল
আইপিএলের শেষ ম্যাচে লাগামছাড়া চেন্নাই ক্রিকেটাররা, ধোনির পরামর্শ কানেই তুললেন না, এই দুই ক্রিকেটারের উপর বেজায় চটলেন মাহি
কোটিপতি বোলারের পরিবর্তে এলেন ৭৫ লাখের বোলার, প্লে অফের আগে শক্তি আরও বাড়িয়ে নিল বেঙ্গালুরু
'২০ কোটি পেলেও দ্বিগুণ খাটবে না', হতশ্রী আইপিএলের পরে রাহানের সোজাসাপটা মন্তব্য