
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোনার দামের সঙ্গে বিশ্বের অর্থনীতি অনেকটাই জড়িয়ে থাকে। সেদিক থেকে দেখতে হলে যদি বিশ্বের বাজারে সোনার দাম ওঠানামা করে তাহলে তার সঙ্গে প্রভাবিত হয় ভারতের বাজারও। সোনার দাম রোজকার স্টক মার্কেটে অনেকটাই প্রভাব বিস্তার করে থাকে। বিগত ১ মাস ধরে প্রতিদিনই সোনার দাম উপরের দিকে রয়েছে। এর প্রধান কারণ হল আন্তর্জাতিক বাজারে সোনার দাম।
বিশেষজ্ঞরা মনে করছেন ১২ ডিসেম্বর থেকে সোনার দাম উপরের দিকেই রয়েছে। সেখান থেকে কমার কোনও লক্ষণ দেখা যায়নি। বৃহস্পতিবারও যদি সোনার দাম দেখা যায় তাহলে সেখানেও বাজারদরের সঙ্গে সোনার দামের সম্পর্ক সামনে চলে এসেছে। মার্কিন দেশের অর্থনৈতিক পরিস্থিতি যতদিন না পর্যন্ত একটি স্থির অবস্থায় আসবে ততদিন পর্যন্ত সোনার দামে এই হেরফের চলতে থাকবে বা বলা ভাল সোনার দাম বাড়বে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন ইজরায়েল এবং গাজার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব পড়বে সোনার দামের উপরেও। ১২ ডিসেম্বর মার্কিন দেশে সোনার দাম ছিল ২,৭২৫.২০ মার্কিন ডলার। সেই থেকে শুরু হয়েছে সোনার দামের গতি। এরপর আর থেমে থাকেনি এই সোনার দাম। বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশগুলি সোনার দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে রেখেছে। ফলে সেখান থেকে সোনার দাম না কমলে পরিস্থিতি উন্নতি ঘটার কোনও দিক নেই।
মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প জেতার পর থেকেই সোনার দামের উপর বেশ খানিকটা নিয়ন্ত্রণ হারিয়েছে বাজারের। ফলে সেখান থেকে দেখতে হলে যতদিন না পর্যন্ত ট্রাম্প গদিতে বসছেন ততদিন পর্যন্ত সোনার দামের এই অবস্থা চলবে। বিভিন্ন ব্যাঙ্কগুলির পক্ষ থেকে বলা হয়েছে সোনার দাম তাদের উপরেও বড় প্রভাব ফেলেছে। ফলে তাদের হাতে কিছু নেই। এরফলে বিভিন্ন ব্যাঙ্কের শেয়ারেও বড় প্রভাব ফেলেছে।
বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন দেশ যতদিন না পর্যন্ত একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্যে থাকছে ততদিন সোনার দামে লাগাম পরানো যাবে না। এটি হতে চলতি বছরের জুন মাস পর্যন্ত সময় লেগে যাবে। তারপর যদি মার্কিন দেশের পরিস্থিতি শোধরায় তাহলে সেখান থেকে ভারতের মতো দেশেও সোনার দাম কমবে।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা