
মঙ্গলবার ০৬ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: একসময় ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন রাম কাপুর। একাধিক বিগ বাজেট ছবিতেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি সাওয়ান্তের ভূয়সী প্রশংসা করলেন তিনি। স্পষ্ট ভাষায় দাবি করলেন, ইন্ডাস্ট্রি রাখিকে ব্যবহার করেছে কিন্তু তা সদার্থকভাবে নয় মোটেই! আরও জানান, যতটুকু সাফল্য রাখি পেয়েছেন তা কারও সাহায্য ছাড়া এবং ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য তিনি যেসব বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন তা অকল্পনীয়। ‘রাখি কী স্বয়ম্বর’ রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করেছিলেন রাম। তাই রাখিকে আরও সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল তাঁর।
রামের কথায়, "আজকের দিনে গোটা দেশ একডাকে চেনে রাখিকে। মুম্বইতে সমুদ্রের ধারে যে বিলাসবহুল অঞ্চলে রাখির ফ্ল্যাট আমি নিজে সেখানে গিয়েছি। এককথায় দারুণ! আর এসবই কিন্তু রাখি অর্জন করেছেন নিজের ক্ষমতায়, নিজের চেষ্টায়। তাই তাঁকে কুর্নিশ।" সামান্য থেমে তিনি আরও বলেন, “জীবনের প্রতি রাখির দর্শন, ওর সব কথাবার্তা হয়তো আমি সমর্থন করব না...কারণ ভুলভাল কাজকম্ম করে, উল্টোপাল্টা কথা বলে রাখি কিন্তু যাই-ই করুক ও কিন্তু নিজের জন্য একটা জায়গা তৈরি করেছে এবং জীবনযাপন করছে ইন্ডাস্ট্রিতেই। তাহলে কুর্নিশ না জানিয়ে উপায় আছে? তার উপর ওর মতো এক লাস্যময়ী নারীকে যে ভাল নাচতেও পারে, তাকে কতভাবে অপব্যবহার করার চেষ্টা করেছে ইন্ডাস্ট্রি! ওর এমন সব খারাপ অভিজ্ঞতা আছে যা শুনলে চমকে উঠতে হয় , তবু টিকে তো গেল কোনও গডফাদার ছাড়া।"
উল্লেখ্য, গত বছর ডিসেম্বর থেকেই লাইমলাইটে রয়েছেন রাম কাপুর। বেশ অনেকদিন সমাজ মাধ্যম থেকে দূরে থাকার পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন এই ৫১ বছরের অভিনেতা। আর সেই ছবি দেখেই চোখ কপালে উঠেছে নেট-নাগরিকদের। ৪২ কেজি ওজন কমিয়ে একেবারে সকলকে চমকে দিয়েছিলেন‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’র অভিনেতা।
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?