মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

under construction bridge collapsed

রাজ্য | নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে আহত এক, কাজের গতি এবং মান নিয়ে উঠল প্রশ্ন

Rajat Bose | ১৪ জানুয়ারী ২০২৫ ২২ : ২৭Rajat Bose


মিল্টন সেন, হুগলি:‌ ভেঙে পড়ল জাতীয় সড়কের উপর নির্মীয়মাণ সেতুর কংক্রিটের গার্ডরেল। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সেখানে দেখভালের দায়িত্বে থাকা এক কর্মী। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের ব্যস্ততম সময়ে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার। কাজের গতি এবং মান নিয়ে প্রশ্ন তুলেছেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ডানকুনির তৃণমূল কংগ্রেস নেতা সুবীর মুখার্জি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য হুগলির ডানকুনি ক্রসিং এলাকায়। গত চার বছর ধরে দুর্গাপুর জাতীয় সড়ককে সিক্স লেন করার কাজ শুরু হয়েছে। দ্রুততার সঙ্গে সড়ক সম্প্রসারণের কাজ শুরু হলেও পরবর্তী সময়ে ডানকুনি ক্রসিং সংলগ্ন এলাকায় সেই কাজের গতি অনেকটাই শ্লথ হয়ে যায়।

সড়ক সম্প্রসারণের কাজের ক্ষেত্রে জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় সেতু তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই অনুযায়ী ডানকুনি এলাকায় একটি সেতু তৈরির কাজ চলছিল। মঙ্গলবার ডানকুনি ক্রসিংয়ে জাতীয় সড়কে ওপর নির্মীয়মাণ সেতুর গার্ডরেল ঢালাইয়ের কাজ চলাকালীন হঠাৎই একাংশ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান যিনি আহত হয়েছেন তিনি নির্মীয়মাণ সেতুর নিচে পর্যবেক্ষণের কাজ করছিলেন। যান চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি নির্মাণ কাজ চলার সময় কেউ সেতুর নিচে না এসে পরে সেই বিষয়টি দেখভাল করছিলেন। আচমকা ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ আধিকারিকরা। গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষজন অভিযোগ করছেন নিম্নমানের সামগ্রীতে এই কাজ করা হচ্ছে। তাই ভেঙে পড়েছে। কাজের শুরুতেই যদি এই অবস্থা হয়, পরবর্তী সময়ে কি হবে সেটাই প্রশ্ন।

এই প্রসঙ্গে কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেছেন, বিস্তীর্ণ দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে গত ২০২০ সালে। সম্প্রসারণের কাজে একাধিক কোম্পানি কাজ করছে। অন্যান্য কোম্পানি দ্রুততার সঙ্গে তাঁদের কাজ শেষ করেছেন। অথচ যত সমস্যা হচ্ছে ডানকুনিতে। শুরুতে কাজের গতি কিছুটা হলেও ছিল। বর্তমানে খুব ধীর গতিতে কাজ চলছে। ফলে নিত্যদিন যানজট, কিছু না কিছু ঘটনা ঘটছেই। এছাড়া কাজে ব্যবহৃত সামগ্রী নিয়েও প্রশ্ন তুলেছেন সুবীর বাবু। 

ছবি:‌ পার্থ রাহা 

 


Aajkaalonlineunderconstructionbridgecollapsed

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া