
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইপিএফও-তে বিরাট স্বস্তি। এর ৮ কোটি গ্রাহকদের কাছে বিশেষ সুবিধা এল। চলতি বছরের জুন মাস থেকে সকল গ্রাহকরা নিজের কেওয়াইসি-তে নিজেই সেল্ফ অ্যাটাসটেট করতে পারবেন। অন্য কারও কাছে যেতে হবে না। সাধারণত দেখা যায় এই কেওয়াইসি করতে এবং তা ভেরিফাই করতে দীর্ঘ সময় লেগে যায়। এবার থেকে সেই ভোগান্তির দিন শেষ হতে চলেছে।
এতদিন ধরে কেওয়াইসি-র সঙ্গে উইএএন নম্বরে যোগ করতে হত। তবে এবার থেকে নিজের তথ্য নিজেই সই করে তা জমা দিতে পারবেন। এর কর্তা জানিয়েছেন, এই সুবিধা করার ফলে সকল গ্রাহকদের অনেকটাই সুবিধা হল। এতদিন পর্যন্ত যে সময় নষ্ট হত তা এবার থেকে হবে না। এমন অনেকবার হয়েছে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ফলে সেখান থেকে আর প্রয়োজনীয় সই নিয়ে আলতে পারেনি সেই গ্রাহক। ফলে টাকা তুলতে গিয়ে তার কালঘাম ছুটে গিয়েছে। তবে এবার থেকে সেই হ্যাঁপা আর হবে না।
এমনিতেই চলতি বছর থেকে কাস্টমার ফ্রেন্ডলি ইপিএফও চালু হতে চলেছে। যাকে নাম দেওয়া হয়েছে ইপিএফও থ্রি। এবার থেকে নতুন গ্রাহকরা অনেক বেশি দ্রুত নিজেদের অ্যাকাউন্ট এখানে খোলার সময় পাবেন। পাশাপাশি নতুন সমস্ত সুযোগও থাকছে এখানে। গোটা ব্যবস্থা যাতে আরও ডিজিটাল করা যায় সেদিকে জোর দিয়েছে কর্তৃপক্ষ। এবারে এই গ্রাহক সংখ্যা যাতে ১০০ মিলিয়ন গিয়ে পৌঁছয় সেদিকে জোর দেবে ইপিএফও।
এছাড়াও ইপিএফও এবার থেকে টাকা তোলার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে। যারা টাকা তুলবেন এখান থেকে তারা দেশের যেকোনও ব্যাঙ্ক থেকে নিজেদের টাকা তুলতে পারবেন। এটি গ্রাহকদের মুখে বাড়তি হাসি যুগিয়েছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য সংসদে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ইপিএফও নিয়ে তারা বিশেষ ভাবনা রেখেছেন। চলতি বছরেই নতুন নিয়ম চালু হয়ে যাবে। যদি এই ব্যবস্থা চালু হয়ে যায় তাহলে দেশের সমস্ত গ্রাহকরা অনেক বেশি সুবিধা পাবেন।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও