
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মাঝে মাত্র একটা দিন। তারপরই ফুটবলের মহারণ। তবে কলকাতায় নয়, এবার ডার্বি গুয়াহাটিতে। সমর্থক ঠাসা স্টেডিয়ামে খেলতে না পারার হতাশা রয়েছে কোচ থেকে ফুটবলারদের মধ্যে। হায়দরাবাদ ম্যাচের পরই হোসে মোলিনা জানিয়েছিলেন, তাঁরা কলকাতাতেই ডার্বি খেলতে চান। কিন্তু সেটা সম্ভব হয়নি। এবার সেই হতাশা কাটিয়ে আদ্যোপান্ত পেশাদারিত্বের মোড়কে নিজেকে মুড়ে ফেলেছেন বাগানের স্প্যানিশ কোচ। ডার্বির আবেগ দূরে সরিয়ে, মগজাস্ত্রে বাজিমাত করতে মরিয়া। মোলিনা বলেন, 'আমাদের সবার আবেগ আছে। কিন্তু একজন পেশাদার হিসেবে সেটাকে কন্ট্রোল করতে হয়। আমি একজন ফ্যানের দৃষ্টিকোণ থেকে ভাবতে পারব না। কোচ হিসেবে ভাবলে সঠিক সিদ্ধান্ত নিতে পারব।'
খাতায় কলমে ৯৯ শতাংশ ফুটবল বোদ্ধা এগিয়ে রেখেছে মোহনবাগানকে। ধারে-ভারে, টেবিলের অবস্থানে, বর্তমান ফর্মের বিচারে দুই দলের মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো। এক এবং একাদশের লড়াই। এককথায়, অসম লড়াই। কিন্তু ম্যাচটা যে ডার্বি। কলকাতায় প্রায় দুই মরশুমের (এটিকে মিলিয়ে) অভিজ্ঞতায় মোলিনা জেনে গিয়েছেন, এই ম্যাচে কেউই ফেভারিট নয়। কোনও যুক্তি, তর্ক চলে না। ৯০ মিনিট যার, ম্যাচ তাঁর। ডার্বির ৪৮ ঘন্টা আগে সাংবাদিক সম্মেলনে বাগান কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, আপেক্ষিকভাবে যতটা সহজ মনে হচ্ছে, ম্যাচটা ততটা সহজ হবে না। মোলিনা বলেন, 'ম্যাচটা কঠিন হবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ওদের হারাতে সেরা পারফরম্যান্স দিতে হবে। মানছি আমরা টেবিলের শীর্ষে। পয়েন্টে বড় পার্থক্য রয়েছে। তবে ডার্বিতে এইসবের কোনও মূল্য নেই। আমরা ফেভারিট নয়। কাল আমরা কেমন খেলব তার ওপরই সবকিছু নির্ভর করবে। নব্বই মিনিটের পারফরম্যান্স পার্থক্য গড়ে দেবে।'
অস্কার ব্রুজোর জমানায় দ্বিতীয়ার্ধে ভাল খেলছে ইস্টবেঙ্গল। বিশেষ করে বিরতির পর প্রথম ১৫-২০ মিনিট আক্রমণের ঝড় তুলছে। বেশ কয়েকটা ম্যাচে এমন দেখা গিয়েছে। পাঞ্জাব এবং মুম্বইয়ের বিরুদ্ধে জোড়া গোলে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে ইস্টবেঙ্গল। কিন্তু এই নিয়ে ভাবিত নন বাগান কোচ। জানান, পুরো ৯০ মিনিটে ফোকাস তাঁর। বিপক্ষ নয়, শুধু নিজের দল নিয়েই ভাবছেন। মোলিনা বলেন, 'ম্যাচটা ৯০ মিনিটের। আমি শুধু নিজের দল নিয়েই ভাবছি। দলের ওপর ভরসা আছে। বাকিরা কী করতে পারে সেই নিয়ে ভাবতে চাই না। আমাদের ৯০ মিনিট ১০০ শতাংশ দিতে হবে। প্লেয়ারদের সেরাটা চাই।'
ডার্বির ৭২ ঘন্টা আগে মোহনবাগাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে লাল হলুদ শিবির। স্টেডিয়াম সংলগ্ন পাঁচতারা হোটেল থেকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসের ভিডিও করার অভিযোগ ওঠে। ফুৎকারে অভিযোগ উড়িয়ে দিলেন বাগান কোচ। মোলিনা বলেন, 'এটা কে বলেছে? আমরা কোনওদিন এইসব করিনি। আমাদের এমন করার প্রয়োজন নেই। অভিযোগ ভিত্তিহীন। আমি শুধু নিজের দলেই ফোকাস করছি। বাকিদের নিয়ে চিন্তিত নয়।' শুক্রবার সকালে যুবভারতীর প্র্যাকটিস মাঠে প্রাক ম্যাচ চূড়ান্ত প্রস্তুতি সারে মোহনবাগান দল। সেটপিসেই জোর দেন মোলিনা। ম্যাকলারেন এবং স্টুয়ার্টকে রেখেই ইস্টবেঙ্গল বধের ছক সাজাচ্ছেন। চোট সারিয়ে ফিরছেন দিমিত্রি পেত্রাতোস। পরিবর্ত হিসেবে নামবেন ডার্বি ম্যান। 'ফক্স ইন দ্য বক্স' জেসন কামিন্স তো আছেনই।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?