
সোমবার ০৫ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে গঙ্গাসাগরে চলবে অতিরিক্ত বাস। বাড়ছে লঞ্চ পরিষেবা। দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে যাত্রী পারাপারের জন্য ভেসেলে লাগানো হবে ফগ লাইট। এছাড়াও যাত্রী সুবিধার্থে থাকছে আরও নানান ব্যবস্থা, একথা জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
সোমবার গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাগরে পূন্য স্নান হবে আগামী ১৪ জানুয়ারী। গঙ্গা সাগরে ভিড় জমবে সাধু সন্ন্যাসী থেকে সাধারন পূন্যার্থীদের। এই প্রসঙ্গে বুধবার রাজ্যের পরিবহন মন্ত্রী বলেছেন, গঙ্গা সাগরে প্রায় এক কোটি পূণ্যার্থীর সমাগম হয়েছিল। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছিল। স্বভাবসিদ্ধ ভাবেই বাংলার সেই আবেদনে কোনও সদর্থক বার্তা দেয়নি কেন্দ্র সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর সক্রিয় উদ্যোগ গঙ্গাসাগর মেলা আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত একটা মেলায় রূপান্তরিত করেছে। এবার গঙ্গা সাগর যাত্রীদের জন্য বাস বাড়ানো হয়েছে। বাস যাতায়াতের সংখ্যা বাড়িয়ে প্রতিদিন ২ হাজার ২৫০ বার চালানোর ব্যাবস্থা করা হয়েছে। এছাড়াও চলবে ৩২ টি ভেসেল এবং ১০০ টি লঞ্চ। গত বছর তিনটে বার্জ ছিলো। এই বছর সেই সংখ্যা বাড়িয়ে দশটি করা হয়েছে। এক একটি বার্জ দুই থেকে আড়াই হাজার মানুষ পারাপার করতে সক্ষম। পূণ্যার্থীদের যাতায়াতের জন্য ২১ টি জেটি করা হয়েছে। যা ব্যবহার করে নির্বিঘ্নে এক সঙ্গে বহু সাধারণ মানুষ পারাপার করতে পারবেন।
রাজ্য পরিবহন দপ্তরের তরফে কচুবেড়িয়া থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত যাতায়াতের জন্য বেসরকারি বাসকে অনুমতি দেওয়া হয়েছে। তারা ওই পথে যাত্রী পরিবহন করবে।
এছাড়া ওয়াটার অ্যাম্বুলেন্স , এয়ার অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারের মাধ্যমে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁদের উদ্ধার করে কলকাতার হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থাও রাখা হচ্ছে। গত বছরও অসুস্থ ১৩ জনকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছিল। যাত্রী পরিবহনের ক্ষেত্রে এবার আরও অনেক সুবিধা পাবেন যাত্রীরা। বাবু ঘাট থেকে সরাসরি কচুবেড়িয়া, সেখান থেকে মেলা পর্যন্ত একটি টিকিটেই যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
কুয়াশার সময় ভেসেল পারাপার করতে সমস্যা হয় বহুসময়। মন্ত্রী আশাবাদী, এবার আর সেই সমস্যা থাকবে না। কারণ, ভেসেলে ফগ লাইট লাগানোর ব্যবস্থা করা হয়েছে। মেলার সময় ইন্টারনেটেরও সমস্যা থাকে। রাজ্য সরকারের তরফে বিভিন্ন টেলিকম নেটওয়ার্কের সঙ্গে কথা বলা হচ্ছে। আশা, এবার ইন্টারনেট পরিষেবা ঠিকঠাক কাজ করবে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী