
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের শুরুতেই বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। সদ্য প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমাধি বিতর্কের মধ্যেই মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে যে, রাজঘাটে তৈরি হবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতিসৌধ। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক ইতিমধ্যেই রাষ্ট্রীয় স্মৃতি পরিসরে জমি চিহ্নিত করেছে। প্রয়াত প্রণব মুখার্জীর পরিবারকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। এর পরই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা।
কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের চিঠি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন শর্মিষ্ঠা মুখার্জি। গত ১ জানুয়ারি মুখার্জি পরিবারকে দেওয়া ওই কেন্দ্রীয় চিঠিতে জানানো হয়েছে যে, প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিসৌধ তৈরির জন্য রাজঘাট এলাকার মধ্যেই রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সের একটি জমি চিহ্নিত করা হয়েছে।
এক্স হ্যান্ডেলে শর্মিষ্ঠা মুকার্জি লিখেছেন, "বাবার স্মৃতিসৌধ বানানোর সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এটার জন্য আর্জি না জানাতেই তিনি তা তৈরির জন্য বিবেচনা করেছেন, ফলে বিষয়টি আমাদের কাচে খুবই আনন্দের। প্রধানমন্ত্রীর এই অপ্রত্যাশিত কিন্তু সত্যিকারের দারুন পদক্ষেপের জন্য অত্যন্ত মুগ্ধ।"
অন্য এক পোস্টে তিনি লিখেছেন, "বাবা বলতেন রাষ্ট্রীয় সম্মান চাওয়া উচিত নয়, দেওয়া উচিত। আমি খুবই কৃতজ্ঞ যে, প্রধানমন্ত্রী মোদি বাবার স্মৃতির প্রতি সম্মান জানাতে এটা করেছেন। বাবাকে এখন যেকানে রয়েছেন, এই সিদ্ধান্ত তাঁকে আর প্রভাবিত করবে না- তিনি এখন প্রশংসা বা সমালোচনার ঊর্ধ্বে। কিন্তু তাঁর কন্যার জন্য, এই মুহূর্তে অনুভূতিকে শব্দে প্রকাশ করা সত্যিই সম্ভব নয়।"
Called on Hon’ble PM @narendramodi ji to express thanks & gratitude from core of my heart 4 his govts’ decision 2 create a memorial 4 baba. It’s more cherished considering that we didn’t ask for it. Immensely touched by this unexpected but truly gracious gesture by PM???? 1/2 pic.twitter.com/IRHON7r5Tk
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) January 7, 2025
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমাধি নিয়ে বিতর্কের মধ্যেই প্রণব মুখার্জিকে নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছিলেন শর্মিষ্ঠা। কংগ্রেসকে চড়া সুরে আক্রমণ করেছিলেন তিনি। দাবি করেছিলেন, প্রণব মুখার্জির প্রয়াণের পর স্মৃতিসৌধ দূরের কথা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে ন্যূনতম শোকপ্রস্তাবও আনা হয়নি।
সেই সময়ই প্রণব-কন্যার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা যায়। ঠিক তার পরই প্রণববাবুর স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের