
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কপি চাষীদের লোকসানের থেকে রক্ষা করতে উদ্যোগী হল রাজ্য সরকার। কৃষকদের যাতে আর্থিক ক্ষতি না হয় সেজন্য এবার পূর্ব বর্ধমানে তাঁদের থেকে বেশি দামে কপি কেনা হল। মঙ্গলবার সকালেই জেলার নিমতলা কিষান মান্ডিতে এসে বাজার থেকে অতিরিক্ত মূল্য দিয়ে কপি কেনা হয়। ছিলেন জেলার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, ডেপুটি ডাইরেক্টর (এগ্রিকালচার) সুদীপ পাল ও অন্যান্য সরকারি আধিকারিকরা।
জানা গিয়েছে, এবছর জেলায় ফুলকপি ও বাঁধাকপির ব্যাপক ফলন হলেও দাম একেবারেই তলানিতে। অন্যান্য বছর কৃষকরা যে দাম কপি বিক্রি করে পান, এবার তাঁরা সেই দাম তো দূরের কথা চাষের খরচও তুলতে পারছেন না। বিশেষত কালনার পূর্বস্থলির কৃষকরা চরম লোকসানের মুখোমুখি। তাঁদের কথায়, প্রতি কপির দাম এক টাকার বেশি পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে তাঁদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয় রাজ্য সরকার। এদিন সকালেই মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলার কৃষি বিভাগের আধিকারিকরা চলে আসেন মান্ডিতে। সহায়ক মূল্যে তাঁদের থেকে প্রতি কপি পাঁচ টাকা করে কেনা হয়।
মন্ত্রী বলেন, 'কৃষকদের লোকসানের থেকে বাঁচাতে ইতিমধ্যেই কপি কেনা শুরু হয়ে গিয়েছে। সোমবার ৫০০টি কপি কেনা হয়েছিল। মঙ্গলবার ২০০০ ফুলকপি কেনা হয়েছে। আর এই উদ্যোগ শুধুমাত্র কপিতেই সীমাবদ্ধ থাকবে না। অন্যান্য সব্জিও সহায়ক মূল্যে কেনা হবে।' রাজ্য সরকারের এই উদ্যোগে হাসি ফুটেছে কৃষকদের মুখে। মন্ত্রী ও আধিকারিকদের সামনে পেয়ে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও