
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সন্তোষ ট্রফি জয়ী ফুটবলার রবি হাঁসদাকে সংবর্ধনা জানাল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও পূর্ব বর্ধমান জেলা পরিষদ। সেখানে বাংলার নায়ককে বিশেষ পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। জানালেন, সংবর্ধনার জোয়ারে যেন গা না ভাসান তিনি। তবে রবির থেকে অনেক বড় প্রত্যাশাও রয়েছে রাজ্যের মন্ত্রীর। তিনি জানালেন, শুধু ভারতীয় দলের হয়ে খেলা নয়, রবিকে জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি। সোমবার সকালে বর্ধমানের টাউন হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাড়ি ফেরার পর থেকে আবেগে, ভালবাসায় আর সংবর্ধনায় আপ্লুত হয়েছেন রবি হাঁসদা। প্রসঙ্গত, দীর্ঘ ছ’বছর পর কেরালাকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতেছে বাংলা।
ফাইনালে বাংলার এই জয় এসেছে রবি হাঁসদার করা গোল থেকেই। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার মুশারু গ্রামের আদিবাসীপাড়ায় বাড়ি রবির। বাবা সুলতান হাঁসদার স্বপ্ন ছিল ছেলে একদিন অনেক বড় ফুটবলার হয়ে সবার মুখ উজ্জ্বল করবে। কিন্তু ছেলের সাফল্য দেখে যাওয়া হল না সুলতান হাঁসদার। গত বছর জুন মাসে হৃদরোগে মারা গিয়েছেন তিনি। রবিবার বাড়ি ফেরার পর সাঁওতালি রীতি মেনে বরণ করা হয় রবিকে। ছিল ধামসা-মাদল, ছিল আদিবাসী রমণীদের নৃত্য। ৬-৭ বছর বয়স থেকেই ফুটবল খেলা শুরু করেছিলেন রবি। ২০১৭ সালে অনুর্ধ্ব ১৯ বাংলা দলের ট্রায়ালে সুযোগ পেয়ে নির্বাচিত হন রবি। সেবারই অধিনায়কত্বের জন্য নির্বাচিত হন। ২০২২ সালে ন্যাশানাল গেমসে চ্যাম্পিয়ন হয় বাংলা।
সেই প্রতিযোগিতায় পাঁচ গোল করেছিলেন রবি। আর এবারের সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতাও তিনিই। টাউন হলের সংবর্ধনা সভায় রবিকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘এখন সবাই সংবর্ধনা দেবে। কিন্তু খেলাটা ঠিক ভাবে চালিয়ে যেতে হবে, এই জোয়ারে গা ভাসালে হবে না’। রবিবার টাউনহলে রবির সঙ্গে এসেছিলেন রবির স্ত্রী ভারতী হাঁসদা ও দেড় বছরের মেয়ে রিমিও। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলাপরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, রবি হাঁসদার কোচ মুদ্রাজ সাডেন সহ পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও প্রশাসনের আধিকারিকরা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী