
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির টেস্ট ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
চোপড়ার মতে, গত পাঁচ বছর ধরেই টেস্টে বিরাটের ফর্ম পড়তির দিকে। আর তাই দেরি নয়, দ্রুত নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার ও হেড কোচ গম্ভীরের উচিত বিরাটের টেস্ট ভবিষ্যৎ নির্ধারণ করা। এমনটাই জানিয়েছেন আকাশ।
প্রসঙ্গত, বর্ডার গাভাসকার ট্রফিতে মাত্র ১৯০ রান করেছেন বিরাট। শতরান একটা। বিরাটের টেস্ট অবসর নিয়ে জল্পনা শুরু হলেও বিরাট এই বিষয়ে মুখ খোলেননি। ভারত আবার টেস্ট খেলবে সেই জুন মাসে, ইংল্যান্ডের বিরুদ্ধে। তাই হাতে এখনও কিছুটা সময় আছে। তবে কোহলির উপর চাপ বাড়ছে।
নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেছেন, ‘গত পাঁচ বছরে এরকম অবস্থা অনেকবার এসেছে। নির্বাচকদের এখন সিদ্ধান্ত নিতে হবে। ভারত আবার টেস্ট খেলবে সেই জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে। তাই গম্ভীর ও আগরকারকে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে নিতে হবে দ্রুত।’
এটা ঘটনা বিরাট ও রোহিতের ফর্ম চিন্তার কারণ হয়ে উঠেছে কোচ ও নির্বাচকদের কাছে। টিম ম্যানেজমেন্টের কাছে এই পরিস্থিতি চ্যালেঞ্জিং।
গত পাঁচ বছরে টেস্টে বিরাটের গড় মাত্র ৩০.৭২। খেলেছেন ৩৯ টেস্ট। করেছেন মাত্র তিনটি শতরান। তবে টেস্টে ব্যাটার বিরাট যথেষ্ট সফল। ৯ হাজারের বেশি রান করে ফেলেছেন। গড় ৪৬। রয়েছে ৩০ শতরান। একটা সময় টেস্টে কোহলির গড় ৫০ এর উপরে ছিল। কিন্তু কোভিডের পর থেকেই কোহলির ব্যাটে রানের খরা চলছে।
টেস্টে বিরাট ছন্দ হারালেও সাদা বলের ক্রিকেটে কিন্তু বিরাট এখনও অন্যতম সেরা। ২০২৪ আইপিএলে সর্বোচ্চ ৭৪১ রান করেছেন তিনি। তাও আবার ১৫ ম্যাচে। গড় ৬১.৭৫। স্ট্রাইক রেট ১৫৪.৬৯। এছাড়া ভারতের টি২০ বিশ্বকাপ জয়েও বিরাটের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফাইনালে সেরা ক্রিকেটারের খেতাব পেয়েছিলেন তিনি। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপেও সবচেয়ে বেশি রান করেছিলেন বিরাট।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?