
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিল নিষিদ্ধ নকশাল-দের সশস্ত্র বাহিনী। এই হামলায় অন্তত ৯ জন জওয়ান নিহত হয়েছেন।
গত কয়েকদিন ধরেই ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় নকশালদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী। সোমবার এই অভিযানের মধ্যেই হামলা চালাল নিষিদ্ধ সংগঠনটি। বিজাপুর জেলার পাহাড়-জঙ্গলঘেরা বেদ্রে-কুটরু রোডে যৌথ বাহিনী বোঝাই গাড়িতে বিস্ফোরণটি ঘটে। মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের গাড়িটি পড়তেই তা উড়ে যায় ।ওই গাড়িটতে কমপক্ষে ২০ জন সেনা ছিল বলে জানা গিয়েছে। রবিবার অভিযানের পর গাড়িতে করে জওয়ানরা ফিরছিলেন।
ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও নকশাল হামলার নিন্দা করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে নিরাপত্তা কর্মীদের আত্মত্যাগ বৃথা যাবে না। তিনি বলেছেন, "যখনই নকশালদের বিরুদ্ধে বড় অভিযান চালানো হয়, তারা এই ধরনের কাপুরুষের মত কাজ করে… ছত্তিশগড় সরকার নকশালবদের বিরুদ্ধে যে পদক্ষেপ করছে তা আরও জোরদার করবে। সরকার ভয় পাবে না বা মাথা নত করবে না, নকশালদের বিরুদ্ধে কঠোরতা অব্যাহত থাকবে।"
দিন কয়েক আগেই ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ নকশাল নিহত হয়েছিল। এরপরই গত শনিবার সন্ধ্যা থেকে নারায়ণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমান্তে দক্ষিণ আবুজমাদের জঙ্গলে যৌথ বাহিনীর সহ্গে নকশালদের গুলির লড়াই চলে। সেই তেকেই পুলিশ ও সেনার যৌথ বাহিনী নকশাল বিরোধী অভিযানে বেরিয়েছিল।
রবিবার ৪ নকশালের দেহ উদ্ধার হয়। পরে আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই অভিযানের সময় দান্তেওয়াড়া ডিআরজি হেড কনস্টেবল সান্নু করম নিহত হন। এর আগে শুক্রবার, ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলার কান্দেশার গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে অন্তত ৩ জন নকশাল নিহত হয়। উদ্ধার করা হয় অস্ত্রও। সেই অভিযানের মধ্যেই প্রত্যাঘাত করল নিষিদ্ধ সংগঠনটি।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও