
সোমবার ০৫ মে ২০২৫
মিল্টন সেন: গোটা দেশে যখন শ্রমিকদের সুরক্ষায় কোনও ব্যবস্থা নেই। সেখানে একমাত্র বাংলায় শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেকর্ড করেছেন। হুগলির শ্রীরামপুরে এক দলীয় সমাবেশ থেকে এই মন্তব্য করেছেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
রবিবার শ্রীরামপুরের দাদপুরে মহেশ্বরপুর হাইস্কুলের ময়দানে আয়োজিত আইএনটিটিইউসির সমাবেশ থেকে ঋতব্রত বলেন, ''সামাজিক সুরক্ষা প্রকল্পে ১ কোটি ৭৩ লক্ষ লোক নাম লিখিয়েছেন। প্রায় ৪১ লক্ষের বেশি মানুষ, ২৫ হাজার কোটি টাকার বেশি সুবিধা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। মমতা ব্যানার্জি শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন। শ্রমিক সুরক্ষায় বাম শাসিত কেরল বাংলার থেকে শিক্ষা নিচ্ছে
এদিন শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আরও বলেন, ''পাট নিয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নিচ্ছে তাতে বাংলার পাটশিল্প সবথেকে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সংস্থায় ১০০ শতাংশ পাটের অর্ডার দেবে ততদিন সমস্যা মিটবে না। নতুন করে সমস্যা তৈরি করছে পলিজুট। পাট আর পলিয়েস্টারের মিশ্রণ। মহারাষ্ট্র এবং গুজরাতের সিনথেটিক লবি চাপ দিয়ে এই ব্যাগগুলি ব্যবহারে বাধ্য করছে।'' আমাদের দাবি, সবার আগে কেন্দ্রের সমস্ত সংস্থায় ১০০ শতাংশ পাটের ব্যবহার করতে হবে।
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে আক্রমণ করে ঋতব্রত বলেন, ''বস্ত্রমন্ত্রী এখানে এসে যা খুশি বলতে পারেন। তাতে মৌলিক সমস্যার কোনও সমাধান হয় না। আসন্ন সংসদের বাজেট অধিবেশনে পাট একটা বড় ইস্যু। এই বিষয়গুলি সংসদে উত্থাপিত হবে। এই নিয়ে আমরা চিঠিও দেব। বাংলার পাটশিল্প নিয়ে আলোচনার প্রস্তাব দেব। কেন্দ্রীয় সরকারের তুঘলকি সিদ্ধান্তের ফলে শিল্প মুখ থুবড়ে পড়েছে।'' সমাবেশে এদিন উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, সভাধিপতি রঞ্জন ধারা, জেলা আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী-সহ জেলা তৃণমূল নেতৃত্ব।
ছবি পার্থ রাহা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী