
মঙ্গলবার ০৬ মে ২০২৫
হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেবন্ত রেড্ডি। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন আরও ১০ বিধায়ক। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে ছিলেন গোটা গান্ধী পরিবারই। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। শপথগ্রহণের "ঐতিহাসিক মুহুর্ত"র সাক্ষী থাকতে স্টেডিয়াম ছিল কানায় কানায় ভর্তি ছিল। ঠিক দুপুর ১টা ২২ মিনিটে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে উঠে তেলেগু ভাষায় যখন নিজের নাম বললেন রেবন্ত, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সকলে।