
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অতীতে জেলা থেকে বহু সনামধন্য ফুটবলার উঠে এসেছে। সেই তালিকা দীর্ঘ। কিন্তু বর্তমানে জেলা ফুটবলের বেহাল অবস্থা। প্রতিভা উঠে আসে না। এবার সেদিকে নজর দিল রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা। বাংলা ফুটবলের তৃণমূলস্তরে উন্নয়নের লক্ষ্যে বছরের শুরুতেই আইএফএর নজিরবিহীন পদক্ষেপ। একসঙ্গে তিনটে অ্যাকাডেমি শুরু করার পরিকল্পনা। নদীয়া জেলা পরিষদের সহযোগিতায় কৃষ্ণনগর, তেহট্ট ও পলাশীতে শুরু হতে চলেছে অ্যাকাডেমি। বয়সসীমা ১২ বছর। জেলার ক্ষুদে প্রতিভাদের নিয়ে শুরু হতে চলেছে এই অ্যাকাডেমি। অ্যাকাডেমিতে আইএফএর একজন গ্রাসরুট বিশেষজ্ঞ কোচ থাকবে। তাঁর সঙ্গে একাধিক কোচকে নিয়োগ করা হবে। যারা ক্ষুদে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। অন্যান্য সমস্ত বিষয়গুলো নদীয়া জেলা পরিষদ দেখভাল করবে।
অ্যাকাডেমির প্রতিভাবানদের বেছে নিয়ে পরবর্তীকালে আবাসিক অ্যাকাডেমির পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পকে পাইলট প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, 'এই অ্যাকাডেমির ফলে জেলায় ছড়িয়ে থাকা প্রতিভা খুঁজে পাওয়া যাবে। এই জেলায় প্রকল্প সফল হলে পরবর্তীকালে অন্যান্য জেলায় এই প্রকল্প ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।' নদীয়া জেলা পরিষদ সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, 'নদীয়া জেলায় প্রতিভার অভাব নেই। অভাব নেই পরিকাঠামোর। প্রয়োজন ছিল প্রতিভা বিকাশের উপযুক্ত মঞ্চের। আইএফএর সহযোগিতায় জেলা থেকে প্রচুর প্রতিভা খুঁজে পাওয়া যাবে।' শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনটে অ্যাকাডেমির ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত এবং নদীয়া জেলা পরিষদ সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ অন্যান্য বিশিষ্টজনরা।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?