মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | ব্যবসার আড়ালে ভয়ঙ্কর লেনদেনের অভিযোগ, মুর্শিদাবাদে ব্যবসায়ীর বাড়ি-দোকানে ইডি-র হানা

RD | ০২ জানুয়ারী ২০২৫ ০২ : ২০Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: বেআইনিভাবে বিদেশে আর্থিক লেনদেন এবং বিটকয়েনের ব্যবসা চালানোর অভিযোগে মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার দু'টি জায়গায় তল্লাশি চালালেন ইডি-র আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালে নিমা গ্রামের বাসিন্দা রাহি শেখের (৩৮) বাড়িতে হানা দেন ইডি  আধিকারিকরা। এরপর তাঁরা গ্রামশালিকা-ডাকবাংলো মোড়ে রাহি-র একটি ট্রাভেল এজেন্সির দোকানে যান। কান্দি থানার জেমো গ্রামের বাসিন্দা রাহি গত বেশ কয়েক বছর ধরে নিজের শ্বশুরবাড়িতে নিমা গ্রামে থাকতেন বলে জানা গিয়েছে। 
 
স্থানীয় সূত্রে খবর, বড়ঞা থানার ডাকবাংলো মোড় এলাকায় রাহির, সীমা-রীমা ট্যুর এন্ড ট্রাভেল নামে একটি দোকান রয়েছে। এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত রাহির ওই দোকান থেকে মূলত বিভিন্ন অনলাইন সংস্থায় লেনদেন এবং ট্রেন ও বিমানের টিকিট কাটার জন্য লোকজন জড়ো হতো। সূত্রের খবর, সম্প্রতি রাহি  নিজের ওই দোকান থেকে 'বেআইনিভাবে' বিদেশে অর্থ লেনদেন করা শুরু করেছিলেন। এর পাশাপাশি তাঁর ওই দোকান থেকে বিটকয়েনের ব্যবসা শুরু হয়েছিল বলেও অভিযোগ। 

সম্প্রতি মুর্শিদাবাদের নওদা এবং হরিহরপাড়া এলাকায় রাজ্য পুলিশ এবং অসম পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে ধৃত জঙ্গিরা পশ্চিমবঙ্গে সংগঠন বাড়ানোর জন্য বিদেশ থেকে অর্থ সাহায্য পেয়েছিল। কে বা কারা তাদেরকে অর্থ সাহায্য করেছিল তা এখনও তদন্ত করে দেখছে এসটিএফ। 

এরই মধ্যে বিদেশ থেকে 'বেআইনিভাবে' অর্থ  লেনদেনের অভিযোগে মুর্শিদাবাদের বড়ঞা এলাকায় ইডি-র অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেরই সন্দেহ, প্রত্যন্ত এলাকার এই সমস্ত অনলাইন লেনদেন সংস্থাগুলোকে ব্যবহার করে  জঙ্গিদের তহবিল পোক্ত করা হচ্ছে।

সকাল থেকে প্রায় সাত ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানোর পর বৃহস্পতিবার সন্ধে নাগাদ রাহির বাড়ি থেকে কয়েকটি ব্যাগ ভর্তি কাগজ ও ব্যাঙ্কিং লেনদেনের নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে বেরিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।


নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া