রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বছরের প্রথমদিনে জমজমাট মুর্শিদাবাদ, নবাবের শহরে উপচে পড়ছে পর্যটকদের ভিড়

Pallabi Ghosh | ০১ জানুয়ারী ২০২৫ ১৮ : ১৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুতেই পারদ বেশ কিছুটা নেমেছে। জেলা জুড়ে ফের একবার জাঁকিয়ে পড়েছে শীত। নতুন সোয়েটার আর জ্যাকেট গায়ে জড়িয়ে সাধারণ মানুষ পথে নেমেছেন বন্ধু-বান্ধব-পরিবার নিয়ে আনন্দের সঙ্গে দিনটি কাটানোর জন্য। বছর শুরুর প্রথম দিনই মুর্শিদাবাদ জেলার পর্যটন স্থলগুলো মানুষের ভিড়ে জমজমাট। 

শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী রাজ্য থেকেও আজ পর্যটকের ঢল নেমেছে নবাব নগরী মুর্শিদাবাদে। হাজারদুয়ারি থেকে শুরু করে মতিঝিল, কাটরা মসজিদ, কাঠ গোলাপের বাগান, জগৎ শেঠের বাড়ি, খোশবাগে সিরাজের সমাধি সহ জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোতে বছরের প্রথম দিন মানুষ তিল ধারণের আর জায়গা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  মানুষের ভিড় কমার পরিবর্তে তা আরও বেড়ে চলেছে। 

২৫ ডিসেম্বরের পর থেকেই লালবাগ শহর এবং বহরমপুর শহরের বেশিরভাগ হোটেলই পর্যটকদের ভিড়ে ঠাসা রয়েছে। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে বুধবার সকাল থেকে লালবাগ শহরে মানুষের ঢল চোখে পড়েছে। লালগোলাগামী ট্রেন মুর্শিদাবাদ স্টেশনে এসে পৌঁছেছে আর সেখান থেকে নেমে পিল পিল করে মানুষের ভিড় হাজারদুয়ারিমুখী হয়েছে। এছাড়াও বহরমপুর শহর এবং পার্শ্ববর্তী এলাকা থেকেও প্রচুর মানুষ অটো এবং গাড়ি ভাড়া করে লালবাগ শহরে এসেছেন। 

তবে সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ জেলার নওদা এবং হরিহরপাড়া থানা এলাকা থেকে চারজন আনসারুল্লা  বাংলা টিমের জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর জেলার গুরুত্বপূর্ণ পর্যটন স্থলগুলো পুলিশের তরফ থেকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুলিশের একাধিক সিনিয়র অফিসার যেমন আজ মাঠে নেমে ভিড় সামলাচ্ছেন, তেমনই সাদা পোশাকের পুলিশে ছেয়ে রয়েছে হাজারদুয়ারি এবং তার আশেপাশের চত্বরগুলো। 

যেকোনও ধরনের জঙ্গি-নাশকতা আটকানোর জন্য তৎপর রয়েছে পুলিশ। বহরমপুর এবং লালবাগ শহরের হোটেলগুলোতে পুলিশের তরফ থেকে বিশেষ 'চেকিং' চলছে। এর পাশাপাশি জিআরপি এবং আরপিএফ-কে মুর্শিদাবাদ রেল স্টেশনে তল্লাশিতে সহযোগিতা করার জন্য রয়েছে স্থানীয় পুলিশ।

হাজারদুয়ারি দেখতে আসার পাশাপাশি আজ প্রচুর মানুষ লালবাগ শহরে এসেছেন বছরের প্রথম দিন পিকনিক করে আনন্দের সঙ্গে কাটানোর জন্য। তবে হাজারদুয়ারি চত্বরে এই মুহূর্তে আগুন জ্বালিয়ে পিকনিক করায় নিষেধাজ্ঞা থাকার জন্য, অনেকেই মতিঝিল বা নশিপুর বা ভাগীরথী নদীর ধারে ডিজে মিউজিক বক্স বাজিয়ে পিকনিক করা শুরু করে দিয়েছেন। 
 
লালবাগ শহরের পাশাপাশি এদিন পর্যটকদের ভিড় চোখে পড়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ শহরে। সেখানে রানী ভবনী-র আমলে নির্মিত চারবাংলা মন্দির দেখার জন্য আজ প্রচুর পর্যটক ভিড় জমান। এছাড়াও মানুষের ভিড় নজরে এসেছে কিরীটেশ্বরী কালী মন্দিরেও। ইংরেজি নতুন বছরের প্রথম দিন সেখানে প্রচুর মানুষ আজ পুজো দেন।


murshidabadtourismwestbengal

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া