
শনিবার ০৩ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: ২০২৪ এ সম্পর্কের সমীকরণ নানান ভাবে বদলেছে নীলাঞ্জনা সেনগুপ্তর জীবনে। তবে সবকিছুর মাঝেও দুই মেয়েকে নিয়ে ভাল থাকার চেষ্টা করে চলেছেন তিনি। চলতি বছরেই তাঁর মা তথা বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিককে হারিয়েছেন তিনি। এদিন মঙ্গলবার দুই মেয়ে সারা ও জারা এবং বোন চন্দনা শর্মাকে নিয়ে মায়ের জন্মবার্ষিকী বিশেষভাবে উদযাপন করলেন নীলাঞ্জনা।
সামাজিক মাধ্যমে এই বিশেষ দিনের সেই উদযাপনের ছবি ভাগ করে নিলেন নিজেই। গত ফেব্রুয়ারি মাসে প্রয়াত হয়েছেন বাংলা ছবির বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। দীর্ঘকালীন অসুস্থতার পর দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর শেষ সময় পাশে ছিলেন নীলাঞ্জনা, যিশু সেনগুপ্ত এবং ছোট মেয়ে চন্দনা শর্মা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘‘বিশিষ্ট অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।" প্রসঙ্গত, উত্তম কুমারের সঙ্গে অঞ্জনা ভৌমিকের জুটি প্রশংসিত হত সর্বত্র। নিজের কেরিয়ারের অধিকাংশ ছবিই তিনি করেছেন মহানায়কের সঙ্গে।
বর্তমানে কান পাতলেই শোনা যায় যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের খবর। আজকাল আলাদা থাকছেন তাঁরা। এই কঠিন সময়ে দুই মেয়েকে নিয়ে একাই পেরোচ্ছেন নীলাঞ্জনা। জীবন নিয়ে সব সময় আশাবাদী তিনি। সেই কারণে মায়ের জন্মদিনেও হাসিমুখে উদযাপন করলেন নীলাঞ্জনা। বাড়িতে কীর্তনের আয়োজন করার পাশাপাশি পরিপাটিভাবে সাজিয়েছেন পুরো বাড়ি। এছাড়াও এদিন নিজেরা রান্না করে বহু অভুক্ত মানুষকে খাইয়েছেন তাঁরা। সেই খাওয়ার মানুষের হাতে তুলে দিয়েছেন অঞ্জনা ভৌমিকের নাতি-নাতনিরা অর্থাৎ সারা, জারা তো বটেই, সঙ্গে ছিলেন চন্দনার একমাত্র পুত্র। নতুন করে আরওকবার চুটিয়ে জীবন উপভোগ করছেন তিনি। দুই মেয়ের জীবন গুছিয়ে নেওয়ার পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থার কাজও পুরোদমে শুরু করেছেন নীলাঞ্জনা।
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?
জিয়া খানের মৃত্যু বিতর্ক কাটিয়ে লাইম লাইটে সূরজ পাঞ্চোলি, চার বছর পর অভিনয়ে ফিরে কী বললেন অভিনেতা?
অত্যাচারের পাহাড় ঠেলে জিতল কি 'জয়া'? কতটা মিলল আত্মসম্মানের হিসেবনিকেশ?
‘কিং’-এ পা রাখছেন অমিতাভ? শাহরুখ না অভিষেক- কার সঙ্গে হাত মেলাবেন ‘শাহেনশাহ’?
'আলিয়ার সঙ্গে কাজ করতে চাই...' পর্দায় বোনের নায়ক, না খলনায়ক! কোন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?
পহেলগাঁও জঙ্গি হামলার ‘অ্যাকশন’! পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ‘সর্দারজি ৩’ থেকে ছাঁটলেন দিলজিৎ?