মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

What happened? Why am I here? asked one of the survivor of South Korean plane crash

বিদেশ | ‘আমি এখানে কেন?’, যমের দুয়ার থেকে ফিরে প্রশ্ন দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় জীবিত যাত্রীর

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ৩০ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৪৬Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: কাজাখস্তানের রেশ কাটতে না কাটতেই দুর্ঘটনার কবলে পড়েছে দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের বোয়িং বিমান। ১৮১ জনের মধ্যে ১৭৯ জন যাত্রীরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। আশ্চর্যজনভাবে বেঁচে গিয়েছেন দুই বিমানকর্মী। সাক্ষাৎ যমের দুয়ার থেকে ফিরে এসেছেন ৩২ বছর বয়সী লি এবং ২৫ বছর বয়সী ক্বোন। সামান্য আহত হয়েছেন দু'জনেই। দুর্ঘটনার পর দু'জনকে উদ্ধার করে মকপো হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

লি-র হুঁশ ফেরার পর তাঁকে চিকিৎসকরা প্রশ্ন করেন তাঁর কোথাও আঘাত লেগেছে। উত্তরে লি শুধু বলেন, ''কী হয়েছে, আমি এখানে কেন?'' লি আরও জানান, বিমান অবতরণের পর তাঁর কিছুই মনে নেই। শুধু মনে আছে অবতরণের আগে সিটবেল্ট বেঁধে আসনে বসে রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বিমানের যাত্রীদের সুরক্ষা নিয়ে এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি। লি বিমানের লেজের দিকে যাত্রী পরিষেবার দায়িত্বে ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ কাঁধে চিড় ধরেছে এবং মাথায় চোট লেগেছে। লি-র পরিবারের অনুরোধে তাঁকে সিওলের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর বিমানকর্মী ক্বোন-এর বিমান দুর্ঘটনার ব্যাপারে কিছুই মনে নেই। হাসপাতাল সূত্রে খবর, ওই তরুণীর মাথায় চোট লেগেছে এবং গোড়ালিতে ভেঙে গিয়েছে।

১৯৯৭ সালের পর ফের এরকম প্রাণঘাতী বিমান দুর্ঘটনা দেখল দক্ষিণ কোরিয়া। ১৭৫ জন যাত্রী এবং ছ'জন বিমানকর্মী-সহ মোট ১৮১ জন যাত্রী নিয়ে ব্যাঙ্কক থেকে ফিরছিল বিমানটি। মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় গণ্ডগোল দেখা দেয় বিমানটির ল্যান্ডিং গিয়ারে। সময়মতো খোলেনি বিমানটির চাকা। এর ফলে বেলি ল্যান্ডিং করাতে বাধ্য হন চালক। কিন্তু বিমানটির গত বেশি থাকায় সেটিকে নিয়ন্ত্রণ করা যায়নি। বিমানবন্দরের রানওয়ের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এর পরেই বিমানটি ভেঙে যায়। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, অনেক যাত্রী বিমান থেকে ছিটকে নীচে পড়ে যান। এ ছাড়া, বিমানে আগুন ধরে যাওয়ায় ঝলসে মৃত্যু হয়েছে অনেকের। বিমান দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বিমানটির অবতরণের আগের মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, অবতরণের আগে বিমানটির ডান দিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখা যাচ্ছে। পাখির সঙ্গে ধাক্কার ফলে দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি এই তত্ত্বই জোরালো হচ্ছে ক্রমশ।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর আজ়ারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান কাজ়াখস্তানের আকতু শহরে ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানে থাকা ৬৭ জনের মধ্যে ৩৮ জনেরই মৃত্যু হয়। সেই বিমান দুর্ঘটনায় দু'টি তত্ত্ব উঠে এসেছে। এক, পাখির ঝাঁকের সঙ্গে বিমানের ধাক্কা। দ্বিতীয় তত্ত্বে বলা হচ্ছে, ভুলবশত ইউক্রেনের বিমান ভেবে রাশিয়া ওই যাত্রিবাহী বিমানটিকে গুলি করে নামিয়েছে। আজ়ারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েব যদিও এই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন রাশিয়াকেই। 


SouthKoreaPlaneCrashJejuAirKazakhstanRussia

নানান খবর

নানান খবর

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু

পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে

সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী

‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ

‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে

‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়

আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!

ভারতের ‘‌পাল্টা আঘাতের’‌ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট

পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা

সোশ্যাল মিডিয়া