
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সঙ্গীকে খুশি করতে নানা সময়ে ছোট থেকে বড়, কত পদক্ষেপই না নিয়েছেন কতজনে। চাঁদ পেড়ে আনতে না পারলেও, কম কসরত করেননি প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী। কেউ কেউ যেমন সর্বস্বান্ত হতে দু’ বার ভাবেননি, কেউ কেউ পদক্ষেপ নিয়েছেন দুঃসাহসিক। তবে এই যুবক যা করলেন, তাতে হতবাক পুলিশ থেকে নেতা।
কী করলেন? চুরি করলেন ভালোবাসা। যদিও মাঝপথে ভেঙেও গেল প্লাস্টিকের ‘লাভ’। ঠিক কী ঘটেছিল? বর্তমানে কলকাতা-সহ রাজ্যের নানা শহরেই লক্ষণীয় বেশকিছু উজ্জ্বল পোস্টার। কোনওটায় লেখা ‘আই লাভ কলকাতা’, কোথাও লেখা, ‘ভালবাসার শহর বাঁকুড়া’ কিংবা ‘আমার ভালোবাসা সিউড়ী’। আর ওই লেখা থেকে ভালোবাসাকেই খুলে নিয়ে গেলেন যুবক। স্ত্রীকে খুশি করতে, লেখার মাঝের লাভ চিহ্ন চুরি করেছিলেন এক যুবক। কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগেই ভেঙে গিয়েছিল প্লাস্টিকের ওই লাভ চিহ্ন।
এদিকে ধরাও পড়েন সিউড়ী থানার পুলিশের হাতে। যুবক সেকথা জানাতেই, মানবিক পুলিশ আর সিউড়ী পুরসভার চেয়ারম্যান ওই যুবককে স্ত্রীকে দেওয়ার জন্য কিনে দিলেন এক গুচ্ছ গোলাপ। থানার বাইরেই স্ত্রীকে গোলাপ দিয়ে, পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রনাম করে প্রতিজ্ঞা করলেন, আর কোনদিনও কোন কারনেই চুরি করবেন না।
ঘটনার সূত্রপাত ২৪শে ডিসেম্বর রাতে। সিউড়ী পুরসভার চেয়ারম্যান সিউড়ী থানায় অভিযোগ জানান, সিউড়ী শহরে সার্কিট হাউস লাগোয়া ‘আমার ভালোবাসা সিউড়ী’ লেখা এলইডি বোর্ড থেকে ‘লাভ’ চিহ্নটি চুরি গিয়েছে। তদন্তে নেমে পুলিশ বীরভূমের মহম্মদবাজার থেকে এক যুবককে আটক করে। পুলিশের জেরায় ওই যুবক স্বীকার করেন ২৫তারিখ বড়দিনের রাতে সিউড়ীতে থাকা স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওই বড়ো লাল রং এর ‘লাভ’ চিহ্নটি চুরি করে ছিলেন। কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের লাভ ভেঙে যায়।
সব শুনে পুলিশ আর সিউড়ী পুরসভার চেয়ারম্যানই এক গুচ্ছ গোলাপ কিনে এনে দেন ওই যুবককে। থানা থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীকে ওই গোলাপ তুলে দেন। রাজনীতির জীবনে এই রকম ভালোবাসার জন্য চুরি তিনি দেখেননি, বলছেন সিউড়ী পুরসভার চেয়ারম্যান।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও