
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল বিমানবন্দরে যাত্রীদের জন্য খুশির খবর। এবার থেকে এখানে মাত্র ১০ টাকায় চা এবং ২০ টাকায় সিঙাড়া পাওয়া যাবে। বিমানবন্দর চত্বরে উড়ান যাত্রী ক্যাফেতে গেলেই মিলবে এই সুবিধা। এটি একটি পাইলট প্রোজেক্ট।
কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, বিমানবন্দর চত্বরে যাতে যাত্রীরা কম পয়সায় বেশি সুবিধাজনক খাবার পেতে পারেন সেদিকে জোর দিতেই এই ধরণের একটি প্রোজেক্ট শুরু করা হয়েছে। শুধু চা বা সিঙাড়া নয়, এখানে রয়েছে ১০ টাকায় জলের বোতল এবং ২০ টাকায় কফি। বেশ কয়েকটি মিষ্টির ব্যবস্থাও রয়েছে এই ক্যাফেতে। সেগুলির দামও রয়েছে ২০ টাকা করে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, উড়ান যাত্রী ক্যাফে শুধু একটি খাবার জায়গা নয়, এটি প্রমাণ করবে যাত্রীদের কথা মাথায় রেখেই কাজ করছে কেন্দ্রীয় সরকার। অনেক সময় দেখা যায় বিমানবন্দর চত্বরে বেশি দাম দিয়ে অনেক যাত্রীরাই এই খাবারের জিনিসগুলি কিনে নেন। তবে এবার সেদিন শেষ। এবার থেকে সমস্ত খাবার অল্প দামেই মিলবে এই ক্যাফে থেকে।
তিনি আরও বলেন, দেশের কয়েকটি প্রধান বিমানবন্দরে প্রাথমিকভাবে এই পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছে। তবে যদি এর সঠিক চাহিদা দেখা যায় তাহলে দেশের বাকি বিমানবন্দরেও এই ধরণের ক্যাফে চালু করা হবে।
প্রসঙ্গত, এই বিষয়ে সবার আগে সরব হয়েছিলেন আপের সাংসদ রাঘব চাড্ডা। তারপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। এই ক্যাফে খোলা নিয়ে রাঘব চাড্ডা বলেন, পরিবর্তনের এই ধারা দেখে তার ভাল লাগছে। সংসদে এই বিষয়টি নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। তারপর এই ব্যবস্থা গ্রহণ করা একটি পজিটিভ দিক। তিনি আশা করেন দেশের অন্য বিমানবন্দরেও এই ধরণের ব্যবস্থা চালু করা হবে।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১