
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্কঃ চুল পড়া বন্ধ করতে কত কী করছেন!তেল, শ্যাম্পু, সিরাম কিছুই বাদ যায়নি।তবু চুল পড়া বন্ধ হয়নি।তার উপর চুলের প্রধান শত্রু খুশকি। চুল ঠিক মতো পরিষ্কার করে না ধুলে কিংবা চুলে তেলময়লা জমলে খুশকি হতে পারে। শীতেকালে সঠিকভাবে চুলের যত্ন না নিলে ফাঙ্গাস সংক্রমণের উপদ্রব তো আছেই। চুল ও ত্বক বিশেষজ্ঞদের মতে এই সব সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন বিশেষ এই তেলের দ্বারা। এতে চুল যেমন পুষ্টি পাবে, তেমনই চুলের হারানো জেল্লাও ফিরে আসবে। কমবে খুশকির উপদ্রব। জেনে নিন কীভাবে বানাবেন এই তেল।
প্যানে ১০-১৫টি কারিপাতা ও ৩-৪টি জবাফুল দিন। সঙ্গে এক চামচ করে কালোজিরে, মেথি ও ফ্ল্যাক্স সিড দিন। দু'কাপ নারকেল তেল দিন। ফুটতে শুরু করলে খোসা ছাড়িয়ে রাখা দুটি গোটা পেঁয়াজ ও একটি গোটা অ্যালোভেরার পাতার টুকরো করে কেটে দিন। ১৫ মিনিট অল্প আঁচে বসিয়ে রাখুন। তেল ফুটে পরিমাণে কমে এলে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হলে ছেঁকে নিন। একটি এয়ারটাইট বোতলে ঢেলে রাখুন প্রায় একমাস। সপ্তাহে তিনদিন চুলের গোড়া, স্ক্যাল্পে ভাল করে ম্যাসাজ করুন এই তেল। আধঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। আপনার চুল যেমন ঝলমলে মসৃণ হবে, তেমনই নিমেষেই লম্বা হবে।
মাথার খুশকি দূর করতে সপ্তাহে তিনদিন মাথার স্ক্যাল্পে জবার তেল ম্যাসাজ করুন। জবা ফুলের নির্যাসও মাথার খুশকি আর চুল কালো করতে দারুণ কাজে আসে।ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা স্ক্যাল্পের সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে। এমনকী কোলাজেনের উৎপাদনও বাড়ায়। তাই হেয়ার ফলিকলগুলিও সুস্থ থাকে আর চুলের বৃদ্ধি হয় দেখার মতো। অন্যদিকে জবা ফুল ও পাতায় উপস্থিত ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালশিয়াম ও আয়রনও চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে সিদ্ধহস্ত। অ্যালোভেরায় গুরুত্বপূর্ণ প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট ও স্যাপোনিন রয়েছে। চুলের গোড়ায় পুষ্টির ঘাটতি মিটিয়ে হেয়ার গ্রোথে সাহায্য করে অ্যালোভেরা। তাছাড়া এতে প্রোটিওলাইটিক এনজাইমের সন্ধান মেলে, যা চুলের আর্দ্রতার ঘাটতি মেটায়। আর রুক্ষ-ক্ষতিগ্রস্থ চুলের হাল ফেরায় রাতারাতি।
স্নানের জলে আয়রন? মাথায় দিলে নষ্ট হচ্ছে চুল? নিয়মিত এই কটি নিয়ম মানলেই হারাবে না চুলের জেল্লা
জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে? জিভের রংই বলে দেবে স্বাস্থ্যের হাল-হকিকত
সঙ্গীর শুধুই সঙ্গমে আগ্রহ? আপনার সম্পর্কের রসায়নে বিপদ সংকেত নয় তো! ৫ লক্ষণই বলে দেবে সহজে
কেদারনাথ যাত্রা শুরু আগামিকাল, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা
৪০ পেরিয়েও ২১-এর শক্তি! যৌবন ধরে রাখতে ট্যাবলেট নয়, প্রয়োগ করুন এই পঞ্চবান
এক রাতে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা
লিভারের জন্য জরুরি ম্যাগনেশিয়াম, কোন কোন খাবার মিলিয়ে খেলে ঠেকাতে পারবেন ফ্যাটি লিভারের ঝুঁকি
চাল ভেজানো জলেই ম্যাজিক! এক সপ্তাহ এইভাবে ব্যবহার করুন তো, ফল দেখলে চমকে যাবেন
ফোনের আসক্তিতে সন্তানের আচরণে বদল এসেছে? ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
শুধু রান্না-গরম নয়, হেঁশেলের হরেক কাজ নিমেষে করতে পারে মাইক্রোওয়েভ অভেন! জানেন সেইসব জাদু টোটকা?