
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এবার কি কারাবাসে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী? বুধবার এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। ভুয়ো মামলায় ফাঁসিয়ে দিল্লির ভোটের আগেই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
দিল্লি সরকারের মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনা নিয়ে অসন্তুষ্ট উপরাজ্যপাল। নানা প্রশ্ন তুলেছেন তিনি। এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল অভিযোগ করেন, বিজেপি গত ১০ বছর ধরে দিল্লির বাসিন্দাদের অসুবিধায় ফেলতে ষড়যন্ত্র করেছে। নিজের এক্ল হ্যান্ডেলে তিনি লিখেছেন, "তারা (বিজেপি) লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে দিল্লি সরকারের কাজ বন্ধ করতে থাকে। কিন্তু দিল্লি সরকার কাজ করতে থাকে। যখন এই সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়, তখন তারা শীর্ষস্থানীয় আপ নেতা ও মন্ত্রীদের জেলে পাঠাতে শুরু করে। কাজ এখনও বন্ধ হয়নি। বিজেপি এখন দেখতে পাচ্ছে যে দিল্লিতে উন্নয়ন কাজ চলছে এবং তাদের ঐতিহাসিক পরাজয় সময়ের অপেক্ষামাত্র।"
কেজরিওয়ালের আরও অভিযোগ যে, "দিল্লিতে বিজেপির একটি অর্ধ-সরকার রয়েছে, যার সাতজন সাংসদ এবং লেফটেন্যান্ট গভর্নর রয়েছে। গত ১০ বছরে, তারা একটিও রাস্তা, হাসপাতাল, স্কুল বা কলেজ তৈরি করেনি। দিল্লির মানুষ তাদের একটি কাজ দিয়েছে, সেটা হল আইনশৃঙ্খলা রক্ষা। তারা তাও নষ্ট করেছে। মানুষ ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। তারা বলতে পারে না কি কাজ তারা করেছে এবং আপনি তাদের ভোট দিলে তারা কি করবে। তারা শুধু কেজরিওয়ালকে গালাগাল দিচ্ছে এবং তাদের কাছে মুখ্যমন্ত্রীর মুখ বা এজেন্ডা নেই।"
ভোটে ফের জিততে আপ গত ১০ বছর কাজের ও আগামীর লক্ষ্য নিয়ে একটি ইতিবাচক প্রচার চালাচ্ছে। কেজরিওয়ালের কথায়, "আমরা আমাদের কাজের কথা লোকদের বলছি, আমরা স্কুল ও হাসপাতাল উন্নত করেছি, চব্বিশ ঘন্টা বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছি, জল সরবরাহ করেছি, মহিলাদের জন্য বিনামূল্যে বাসে চড়ার ব্যবস্থা করেছি, বয়স্কদের জন্য তীর্থযাত্রা করেছি। এবং তারপরে আমরা ভোট চাইছি।"
এরপরই বিস্ফোরক অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেন, "মহিলা সম্মান যোজনায় প্রতিমাসে মহিলাদের জন্য ২১০০ টাকা এবং বয়স্কদের বিনামূল্যে চিকিত্সার জন্য সঞ্জীবনী যোজনার প্রতিশ্রুতি দিয়েছে আপ। এতেই বিজেপির মাথাব্যথা বেড়েছে। এরপরই বিজেপি নেতারা ইডি, সিবিআই এবং আয়কর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে মিথ্যা মামলায় গ্রেফতার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আপের সব সিনিয়র নেতাদের, যেমন- আমি, মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈনদের বিরক্ত করেছে। ওদের উদ্দেশ্য হল আমাদের ভোট প্রচারে বিভ্রান্ত করা।"
কোন ভুয়ো মামলায় ফাঁসানো হবে অতিশীকে? কেজরির দাবি, "দিল্লি পরিবহন বিভাগে অতিশির বিরুদ্ধে একটি মিথ্যা মামলা তৈরি করা হচ্ছে এবং লক্ষ্য মহিলাদের জন্য বিনামূল্যে বাস যাত্রা বন্ধ করা। আমরা বিশ্বাস করি জনগণ এই নোংরা ষড়যন্ত্রের জবাব দেবে। এদেশের মানুষ এ ধরনের রাজনীতি সমর্থন করে না।"
महिला सम्मान योजना और संजीवनी योजना से ये लोग बुरी तरह से बौखला गए हैं।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 25, 2024
अगले कुछ दिनों में फ़र्ज़ी केस बनाकर आतिशी जी को गिरफ्तार करने का इन्होंने प्लान बनाया है
उसके पहले “आप” के सीनियर नेताओं पर रेड की जायेंगी
आज 12 बजे इस पर प्रेस कांफ्रेंस करूँगा।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের