
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বড় সাফল্য রাজ্য পুলিশের। এদেশে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে আধার ও অন্যান্য নথি তৈরির বড়সড় একটি চক্রের সন্ধান পেল তারা। মুর্শিদাবাদের লালগোলা স্টেশন থেকে সোহেল রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর এদেশে কাদের সাহায্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রয়োজনে আধার ও ভোটার কার্ড তৈরি করত সেবিষয়ে একটি বড় চক্রের সন্ধান পেয়েছে। ধৃত সোহেল নিজেও একজন বাংলাদেশি।সে জলঙ্গির বাসিন্দা তাহারুল মোল্লা নামে এক ব্যক্তির এজেন্ট হিসেবে কাজ করত। অভিযোগ, তাহারুল দীর্ঘদিন ধরে বাংলাদেশের নাগরিকদের অবৈধভাবে এদেশে নিয়ে আসা বা সেদেশে ফিরে যাওয়ার কাজ করত। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক পাচারের মামলা রয়েছে। এদের সঙ্গে যুক্ত ছিল লালগোলার বাসিন্দা আসিউল আলম ওরফে হানিফ। তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
মুর্শিদাবাদ জেলা পুলিশের একটি সূত্র জানায়, সোমবার তারা জানতে পারে চেন্নাই থেকে রাজমিস্ত্রির কাজ সেরে বাংলাদেশি নাগরিকদের একটি দল কলকাতা থেকে লালগোলা আসছে। সোহেল এদের 'রিসিভ' করার জন্য লালগোলা স্টেশনে অপেক্ষা করছিল। শেষপর্যন্ত রাজমিস্ত্রিদের দলটি লালগোলা আসেনি। কিন্তু সোহেল স্টেশনে উদ্দেশ্যহীন অবস্থায় ঘোরাঘুরি করছিল। সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে। দীর্ঘ জেরায় সে তার বাংলাদেশের নাগরিকত্বের কথা স্বীকার করে।
জানা গিয়েছে, পড়শি দেশের রাজশাহীর বাসিন্দা সোহেল অবৈধভাবে ভারতে আসত এবং কাজ শেষে ফিরে যেত। কিন্তু গত আট বছর ধরে সে আর তার দেশে ফিরে যায়নি। পুলিশের হাতে গ্রেপ্তার হানিফের সাহায্যে এদেশের বাসিন্দা হওয়ার জন্য যাবতীয় নথি তৈরি করে এবং আধার ও ভোটার কার্ডও বানিয়ে নেয়। লালগোলায় হানিফের একটি অনলাইন কিয়স্ক আছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জলঙ্গির বাসিন্দা তাহারুল দীর্ঘদিন ধরেই এদেশে প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের নিয়ে আসা ও ফেরত পাঠানোর ব্যবস্থা করত। পুলিশ সোহেলকে হানিফের ওই কিয়স্কে নিয়ে যায়। সেখানে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের একটি সিলও উদ্ধার হয়। দোকানটি সিল করা হয়েছে। পুলিশের অনুমান, চক্রের সঙ্গে আরও কিছু লোকজনের যোগাযোগ থাকতে পারে। বাকি মাথাদের হদিশ পেতে আদালতে এদের নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী